|
১০ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি
পিরোজপুরের কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সারাদেশে ৬৫০ টি স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি শনিবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এসএম আহসান কবিরের সভাপতিত্বে, এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জোয়ান মিয়া, যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিকসন, বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম, লিয়াকাত হোসেন, বিএনপির অন্যতম সদস্য শাহ ইমরান ফারুক, যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব সারিফুল আজম সোহেল, কৃষক দলের সভাপতি ফারুক হোসেন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব সোয়াইব সিদ্দিক। এ সময় উপজেলা কৃষক দল শ্রমিক দল ও ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, নজিরবিহীন মূল্যস্ফীতি অন্যদিকে অনির্বাচিত সরকারের দুঃসহ দুঃশাসন মানুষের জীবন দুর্ভিসহকারে তুলেছে। তাই অনতিবিলম্বে এই বাকশালী সরকারের পদত্যাগ ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনের নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
Post Views: ০
|
|