|
অন্ত ভক্তিমূলক সংগঠন গড়ি, নতুন সমাজ বিনিমান করি-এই স্লোগানে পালিত
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অন্ত ভক্তিমূলক সংগঠন গড়ি, নতুন সমাজ বিনিমান করি-স্লোগানে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (এপ্রিল ৪) সকালে উপজেলা সড়কে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয় সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়। পরে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার দেবনাথ, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাহিদা হক, তথ্য সেবা সহকারি সাবিনা ইয়াসমিন। আরো বক্তব্য রাখেন-মহিলা পরিষদের নেত্রী জাহানুর বেগম, সঙ্গীতা সমাদ্দার, কুমকুম ভট্টাচার্য, মাহফুজা খাতুন, ফরিদা ইয়াসমিন, ছায়া সমাদ্দার প্রমুখ।
Post Views: ০
|
|