মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে (এপ্রিল ১৩) বাড়ির পাশের পুকুরে পড়ে তাঁর মৃত্যু হয়। মৃত শিশুর নাম শর্মি বড়াল (৪)। সে উপজেলার কাউখালী সদর ইউনিয়নের গান্ডতা গ্রামের সঞ্জয় বড়ালের মেয়ে। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শর্মি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তাঁকে না খুঁজে না পেয়ে সম্ভাব্য স্থানে খোজাখুজি করে তাঁর পরিবার। পরে পুকুরে লাশ ভেসে ওঠলে দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।