|
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, দশটি ইভেন্টে মোট দুইশত জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ
পিরোজপুরের কাউখালীতে নূরানী মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার নিলতী হাফিজিয়া নূরানী তালীমুল কুরআন মাদ্রাসায় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রবিবার (ফেব্রুয়ারি ২৬) বিকেলে মাদ্রাসা মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-অধ্যাপক হুমায়ুন কবির, উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাফেজ নজরুল ইসলাম, হাফেজ আব্দুল আলিম, হাফেজ সাব্বির আহমেদ শিবলী, সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ। দশটি ইভেন্টে মোট দুইশত জন ছাত্র-ছাত্রী প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।
Post Views: ০
|
|