Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিখোজের ৮দিন পর অচেতন অবস্থায় বরিশালের বরকত উদ্ধার 
Tuesday August 16, 2022 , 2:09 pm
Print this E-mail this

ছেলের ঔষধ আনার জন্য স্ত্রী জোহরা লাইজু’র স্বামী বাসা থেকে বের হয়

নিখোজের ৮দিন পর অচেতন অবস্থায় বরিশালের বরকত উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নিখোঁজ হওয়ার ৮ দিন পর মঙ্গলবার (আগষ্ট ১৬) ভোরে ঝালকাঠির বিশ্ব রোডের পাশে পড়ে থাকা অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে সৈয়দ মো: আবুল বরকত (৪৫) কে। বরকত গত ৯ আগষ্ট নিখোঁজ হন। উদ্ধার হওয়া বরকতের স্ত্রী জোহরা লাইজু বরিশাল কোতোয়ালি থানায় ১০ আগষ্ট একটি সাধারণ ডায়েরি (নং : ৫২৩) করেন। তাতে তিনি উল্লেখ করেন, তার স্বামী সৈয়দ মো: আবুল বরকত পিতা আবুল খায়ের মো: শফি উল্লাহ, সাং-দক্ষিণ আলেকান্দা সি এন্ড বি পোল, মীরা বাড়ি, বরিশাল। ৯ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ছেলের ঔষধ আনার জন্য তার স্বামী বরকত বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। ঝালকাঠি সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ১৬ আগষ্ট সকাল ৮ টার দিকে স্থানীয় লোকজনে ঝালকাঠির ব্র্যাক মোড় এলাকার বিশ্ব রোডের পাশে বরকতকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে এনে ভর্তি করেন। ভর্তি করার কয়েক ঘন্টা পর রোগীর কিছুটা চেতনা ফিরে আসে। সামাজিক মাধ্যমে প্রচার হওয়া বরকতের ছবি দেখে বরিশাল থেকে ঝালকাঠি হাসপাতালে ছুটে আসেন তার বোন শায়লা যুথি ও অন্যান্য আত্মীয় স্বজন। ঝালকাঠি থানা পুলিশ খবর পেয়ে হাসপাতালে যান উদ্ধারস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ বরিশাল কোতোয়ালি থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। সেখান থেকেও পুলিশ আসে। তারা বরকতকে বিকালের দিকে বরিশালের শেবাচিম হাসপাতালে ভর্তি করে। বরকতের বোন শায়লা যুথি জানান, প্রতিপক্ষের সাথে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছিলো। আমার সন্দেহ, তারাই হয়তো আমার ভাইকে অপহরণ করে হত্যা করতে চেয়েছিলো। ভাই প্রাণে বেঁচে যাওয়ায় আল্লাহ্’র কাছে শুকরিয়া আদায় করে বলেন, ভাই পুরোপুরি সুস্থ হওয়ার পর আপনাদের বিস্তারিত জানানো হবে।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়