Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নলছিটিতে ৫ জনকে অচেতন করে মালামাল লুট, থানায় মামলা দায়ের 
Tuesday November 6, 2018 , 11:35 am
Print this E-mail this

ভুক্ত ভোগীদের ধারণা রাতের খাবার খাওয়ার পর অচেতন হয়ে পরেন তারা

নলছিটিতে ৫ জনকে অচেতন করে মালামাল লুট, থানায় মামলা দায়ের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নলছিটির দক্ষিন তিমিরকাঠী গ্রামে একই পরিবারের ৫ জনকে অচেতন করে সর্বস্ব হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। অচেতনদের কে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়। আচেতনরা হচ্ছেন – মাসুমা বেগম (৮০), ফজলুর রহমান হাওলাদার (৬০), রাশিদা বেগম (৫৫), সুমাইয়া আক্তার (২৬) ও লিজা আক্তার (২৩)। বর্তমানে তারা হাসপাতালে মূমুর্ষ অবস্থায় রয়েছেন। স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর (শনিবার) ঐ গ্রামের বাসিন্দা ফজলুর রহমান হাওলাদারের ঘরের রাতের খাবারের সাথে অচেতন নাশক ঔষধ মিশিয়ে দেয় একটি প্রতারক চক্র। খাবার খেয়ে মধ্যরাতে অচেতন হয়ে পরে তারা। সেই সুযোগে ঘড়ের ৩টি সিঁধ কেটে একটি অচেতন কারী প্রতারক চক্র ভিতরে প্রবেশ করে। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নগদ অর্থ, স্বর্নালংকার ও মালামাল লুট করে পালিয়ে যায় চক্রটি। পরে স্থানীয়রা অচেতনদের কে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ফজলুর রহমানের ছেলে রুবেল জানায়, আমি ঢাকায় থেকে সংবাদ পেয়ে বরিশালে ছুটে আসি, এখন নপর্যন্ত আমরা প্রতারক চক্রটির কাউকে চিনতে পারিনি। তাই এ ঘটনায় আমার বাবা ফজলুর রহমান বাদি হয়ে ৫ নভেম্বর (সোনবার) নলছিটি থানায় অজ্ঞাত নামা আসামী করে একটি এজাহার দায়ের করেন। এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা (ওসি) সাখওয়াত হোসেন জানান, সংবাদ পেয়ে টহল পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে এবং ভুক্ত ভোগীদের ধারণা রাতের খাবার খাওয়ার পর অচেতন হয়ে পরেন তারা। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।




Archives
Image
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার
Image
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
Image
১৭ বিয়ের অভিযোগে ডিএফও কবির হোসেন সাময়িক বরখাস্ত
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার