Current Bangladesh Time
রবিবার অক্টোবর ৫, ২০২৫ ৩:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঠোঁটে ঠোঁট রেখে স্বামীর জন্মদিন মাতিয়ে দিলেন শুভশ্রী 
Monday February 22, 2021 , 10:26 am
Print this E-mail this

ভালোবেসে তারা সংসার পেতেছেন, সেই সংসারে এসেছে পুত্র যুভান

ঠোঁটে ঠোঁট রেখে স্বামীর জন্মদিন মাতিয়ে দিলেন শুভশ্রী


মুক্তখবর বিনোদন ডেস্ক : কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি পরিচালক রাজ চক্রবর্তী ও চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি। ভালোবেসে তারা সংসার পেতেছেন। সেই সংসারে এসেছে পুত্র যুভান। বেশ সুখে আরামে কেটে যাচ্ছে দিনগুলো। তা বোঝা গেল রাজের জন্মদিন উপলক্ষে রোমান্টিক শুভশ্রীকে দেখে। স্বামীর জন্মদিন ঠোঁটে ঠোঁট রেখে তাকে ভালোবাসায় ভরালেন শুভশ্রী। সেই ছবি আবার পোস্টও করেছেন সোশাল সাইটে। বলার অপেক্ষা রাখে না, দুজনের ভক্তরাই ছবিটি বেশ লুফে নিয়েছেন। উইকিপিডিয়া বলছে ৪৬ বছরে পা রাখলেন রাজ। ২১ ফেব্রুয়ারি, রোববার রাজ চক্রবর্তীর জন্মদিনে তাকে প্রকাশ ভালোবাসায় ভরিয়ে দিলেন শুভশ্রী। রাজ চক্রবর্তীর জন্মদিনে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন শুভশ্রী। লিখেছেন, ‘হ্যাঁ, তুমিই আমার সূর্যালোক, আমার চাঁদ, তারা, ছায়াপথ, আশা, স্বপ্ন, কষ্ট, আননন্দ, খুশি, আমার প্রিয় বন্ধু, আমার অপরাধের অংশীদার, আমার ভালোবাসা, স্বামী, আমার সন্তানের বাবা, আমি তোমার সবকিছুকেই ভীষণ ভালোবাসি। তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল। তোমার জন্য সমস্ত সুখ, ভালোবাসা, ভাগ্য ও শুভকামনা রইল।’ রাজের জন্মদিন উপলক্ষে শনিবার রাতে রাজ-শুভশ্রীর আরবানার ফ্ল্যাটে জমিয়ে পার্টিও করতে দেখা যায়। সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন রাজ।




Archives
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন
Image
অক্টোবরে আসছে বাম দলগুলোর নতুন জোট
Image
বরিশাল জেলা বিএনপির বিবৃতির বিষয়ে যা বললেন আবু নাসের রহমাতুল্লাহ
Image
সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই-রহমাতুল্লাহ
Image
মা ইলিশ সংরক্ষণে বরিশালে বিশেষ অভিযান শুরু