Current Bangladesh Time
বুধবার মে ১৫, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘জয় বাংলা : সাক্ষাৎকার ও আলাপচারিতা’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী 
Saturday February 22, 2020 , 2:13 pm
Print this E-mail this

জয় বাংলা’র প্রকাশক : হুমায়ুন কবীর, প্রচ্ছদ : সব্যসাচী হাজরা, ১৪৫ পৃষ্ঠার বইটির দাম ৩৫০ টাকা

‘জয় বাংলা : সাক্ষাৎকার ও আলাপচারিতা’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার ও আলাপচারিতার সংকলন ‘জয় বাংলা’-এর মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সংসদ ভবনের বঙ্গবন্ধু কর্নারে গবেষণাধর্মী এ বইটির মোড়ক উম্মোচন করেন তিনি।এ সময় তার সঙ্গে ছিলেন বইটির সম্পাদক নুরুল ইসলাম নাহিদ ও পিয়াস মজিদ। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে চারুলিপি প্রকাশন ‘জয় বাংলা : সাক্ষাৎকার ও আলাপচারিতা’ বইটি প্রকাশ করেছে। এর ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিকায় তিনি লিখেছেন, ‘আশা করি, জয় বাংলা গ্রন্থে সংকলনভুক্ত সাক্ষাৎকার ও আলাপচারিতা পড়তে পড়তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচিত্র-বর্ণিল-ব্যতিক্রম ও বর্ণাঢ্য জীবনের বহু অজানা অধ্যায় উন্মোচিত হবে এবং তার মহৎ মানবিক, দক্ষ-দূরদর্শী রাজৈনতিক ও রাষ্ট্রনৈতিক সত্তা সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব হবে।’ বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান তার দেওয়া সাক্ষাৎকার ও আলাপচারিতা। গবেষকদের এই প্রয়োজন মেটানোর প্রয়াস রয়েছে ‘জয় বাংলা’ বইটিতে। এতে সংকলিত হয়েছে সাতটি সাক্ষাৎকার ও আলাপচারিতা। এর মধ্যে তিনটি এ দেশের লেখক, সাংবাদিকদের (ফজলে লোহানী, খোন্দকার মোহাম্মদ ইলিয়াস, শামসুজ্জামান খান) নেওয়া আর চারটি ভারতসহ বিদেশিদের (ডেভিড ফ্রস্ট, নাগিসা ওশিমা, মি: মরিশাস এবং অন্নদাশঙ্কর রায়) নেওয়া। এর মধ্যে কেবল ফজলে লোহানীর সঙ্গে বঙ্গবন্ধুর আলাপচারিতা পাকিস্তান আমলের, বাকি সব কয়টি স্বাধীন বাংলাদেশ কালপর্বের। ‘জয় বাংলা’র প্রকাশক হুমায়ুন কবীর। প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। ১৪৫ পৃষ্ঠার বইটির দাম ৩৫০ টাকা।




Archives
Image
উপজেলা ভোটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এমপি পঙ্কজ নাথের বিরুদ্ধে
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!
Image
বরিশালে অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সিনথিয়ার
Image
রড দিয়ে পিটিয়ে শিশু গৃহকর্মী খুন, দম্পতির যাবজ্জীবন