Current Bangladesh Time
শনিবার ডিসেম্বর ২৭, ২০২৫ ৮:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চরফ্যাসনে বঙ্গবন্ধুর ম্যুরালে জুতা পায়ে সাব ইন্সপেক্টর হারুন অর রশিদ, ছবি ফেসবুকে ভাইরাল, সর্বত্র ক্ষোভের সৃষ্টি! 
Thursday March 19, 2020 , 10:20 am
Print this E-mail this

ঘটনাটি লজ্জাকর, ম্যুরাল পরিস্কার করার দায়িত্ব পুলিশের নয়, এটা অন্যায় হয়েছে-চরফ্যাসন থানার ওসি সামসুল আরেফিন

চরফ্যাসনে বঙ্গবন্ধুর ম্যুরালে জুতা পায়ে সাব ইন্সপেক্টর হারুন অর রশিদ, ছবি ফেসবুকে ভাইরাল, সর্বত্র ক্ষোভের সৃষ্টি!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকীর দিনে বঙ্গবন্ধুর ম্যুরালে জুতাপায়ে দাড়িয়ে ছবি তুলেছেন চরফ্যাসন থানার সাব ইন্সপেক্টর হারুন অর রশিদ। ছবিটি ফেসবুকে ভাইরাল হলে সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধিক্কার জানিয়ে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী উঠেছে। জানাগেছে, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে চরফ্যাসন উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালকে পুষ্পার্ঘ অর্পণের জন্য প্রস্তত রাখা হয়। ১৭ মার্চ, মঙ্গলবার সকালে পরিচ্ছন্ন এবং দৃষ্টিনন্দন এই ম্যুরালের উপর জুতাপায়ে দাড়িয়ে ছবি তোলেন এসআই হারুন। যা জাতির জনকের প্রতি চরম অবমাননাকর। তাকে এমন আপত্তিকর কাজ থেকে বিরত থাকতে বলায় তিনি (এসআই হারুন) উপজেলা প্রশাসনের একাধিক সিনিয়র কর্মকর্তার সাথে অশোভন আচরণ করেন। যা নিয়ে উপস্থিত কর্মকর্তা ও দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, এসআই হারুন জেনে শুনে জাতির জনকের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন। বিষয়টির বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরী। অভিযুক্ত উপ-পরিদর্শন হারুন অর রশিদ জানান, অপরিচ্ছন্ন ম্যুরাল পরিস্কার করার জন্য তিনি জুতা পায়ে উঠেছিলেন। এসময় সেখানে কেউ ছিলেন না। হয় তো দূর থেকে গোপনে ছবিটি করেছিলেন। চরফ্যাসন থানার ওসি সামসুল আরেফিন জানান, ঘটনাটি লজ্জাকর। ম্যুরাল পরিস্কার করার দায়িত্ব পুলিশের নয়। এটা অন্যায় হয়েছে। এজন্য কোন কৈফিয়ত যথেষ্ট নয়।




Archives
Image
দুই লঞ্চের সংঘর্ষ : নিহত চারজনের লাশ শনাক্ত, আটক ৪
Image
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Image
বরিশালে ফুটপাতে পিঠা বিক্রেতাকে আয়কর রিটার্নের নোটিশ!
Image
বরিশালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, বিপর্যস্ত জনজীবন
Image
বড়দিনের ছুটিতে বরিশালে দিন-দুপুরে ‘কলমের কন্ঠ’ পত্রিকা অফিস চুরি