Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ৩০, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা চিকিৎসায় বরিশাল শেবাচিম হাসপাতালে দুটি C-PAP মেশিন দিল এনআরবিসি ব্যাংক 
Saturday May 2, 2020 , 10:32 pm
Print this E-mail this

মেশিন দুটি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে-হাসপাতাল পরিচালক ডা: মো: বাকির হোসেন

করোনা চিকিৎসায় বরিশাল শেবাচিম হাসপাতালে দুটি C-PAP মেশিন দিল এনআরবিসি ব্যাংক


নিজস্ব প্রতিবেদক : করোনা রোগীদের চিকিৎসা সেবার ক্ষেত্রে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাশে দাঁড়িয়েছে এনআরবিসি ব্যাংক। এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এসএম তমাল পারভেজ উদ্যোগ নিয়ে হাসপাতালটিতে দুটি C-PAP মেশিনসহ চিকিৎসা সেবায় নিয়োজিতদের সুরক্ষা উপকরণ দিয়েছেন। শনিবার হাসপাতাল পরিচালক ডা: মো: বাকির হোসেনের কাছে ব্যাংকটির কর্ণধাররা চিকিৎসা উপকরণ বুঝিয়ে দেন। শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে C-PAP মেশিন থাকলেও কার্যকারিতা কমে গেছে। এই বিষয়টি কোন এক মাধ্যমে নিশ্চিত হয়ে C-PAP মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন এনআরবি ব্যাংক চেয়ারম্যান। প্রতিশ্রুতির আলোকে শনিবার মেশিন বুঝিয়ে দিয়ে আগামীতে পাশে থাকার অঙ্গীকার করেন। বরিশালের বরগুনার ছেলে এসএম তমাল পারভেজ রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে এর আগেও পিপিই, মাস্ক, চশমাসহ ইত্যাদি প্রয়োজনীয় সুরক্ষা উপকরণ শেবাচিম হাসপাতালে দেন। হাসপাতাল পরিচালক ডা: মো: বাকির হোসেন জানান, C-PAP মেশিন দুটি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়