Current Bangladesh Time
রবিবার অক্টোবর ৫, ২০২৫ ৫:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এবার বরগুনার বেতাগীতে প্রাণ জয় ম্যাংগো জুসের প্যাকেটে মরা টিকটিকি! 
Friday August 9, 2019 , 7:25 pm
Print this E-mail this

এবার বরগুনার বেতাগীতে প্রাণ জয় ম্যাংগো জুসের প্যাকেটে মরা টিকটিকি!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এবার বরগুনার বেতাগীতে প্রাণ জয় ম্যাংগো জুসের প্যাকেটের মধ্যে একটি মরা পচা  টিকটিকি পাওয়া গেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বেতাগী হাসপাতাল সড়কের সাইফুল ইসলামের দোকান থেকে কেনা প্রাণ জুসের প্যাকেটের মধ্যে এ পচা টিকটিকি পাওয়া গেছে। জানা গেছে, বেতাগী উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাহীনের সন্তানের জন্য দোকান থেকে একটি জুস কিনেন। এটি খুলে খাওয়ানোর সময় দেখতে পেলেন প্রাণ জয় জুসের ভিতরে পচে যাওয়া আস্ত টিকটিকি। অভিভাবক সাইফুল ইসলাম বলেন, বাচ্চার হাতে জুসের প্যাকেট দিলে খাওয়ার জন্য পাইপ দিয়ে প্যাকেট ছিদ্র করতে নিলে একটি পচা টিকটিকির লেজ বেরিয়ে আসে। উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি দেখেন। পরে তিনি ভোক্তা অধিকার আইনে অভিযোগ দিতে পরামর্শ দেন। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব আহসান বলেন, প্যাকেটটি মেয়াদোত্তীর্ণ না থাকার কারণে মোবাইল কোর্ট পরিচালনা সম্ভব হয়নি। ভোক্তা অধিকার আইনে অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি। যাতে বিএসটিআই পরীক্ষা করিয়ে ব্যবস্থা নেয়া হয়।




Archives
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন
Image
অক্টোবরে আসছে বাম দলগুলোর নতুন জোট
Image
বরিশাল জেলা বিএনপির বিবৃতির বিষয়ে যা বললেন আবু নাসের রহমাতুল্লাহ
Image
সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই-রহমাতুল্লাহ
Image
মা ইলিশ সংরক্ষণে বরিশালে বিশেষ অভিযান শুরু