Current Bangladesh Time
বুধবার জানুয়ারি ২১, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন 
Wednesday January 21, 2026 , 7:11 pm
Print this E-mail this

উর্দু ছবি ‘নয়া জিন্দেগি’ দিয়ে অভিষেক

উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন


মুক্তখবর বিনোদন ডেস্ক : উত্তরার ১২ নাম্বার সেক্টর দ্বিতীয় জানাজার পর সেখানকার কবরস্থানে দাফন করা হয়েছে অভিনেতা জাভেদকে। এ সময় উপস্থিত ছিলেন-অভিনেতার দীর্ঘদিনের সহকর্মী ও পরিবারের সদস্যরা। এর আগে বাদ আসর এফডিসিতে জাভেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন-সহকর্মী তারকা শিল্পী ও অভিনেতারা। জাভেদের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানিয়ে এ সময় স্মৃতিচারণ ও শোক প্রকাশ করেন তারা। সেখান থেকে মরদেহ নেওয়া হয় উত্তরায়। সেখানে বাদ মাগরিব আরও একটি জানাজা অনুষ্ঠিত হয়। আজ (২১ জানুয়ারি) বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে উত্তরায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন অভিনেতা ইলিয়াস জাভেদ। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। সত্তর-আশির দশকে দাপটের সঙ্গে বাংলা সিনেমায় অভিনয় করেছেন এই শিল্পী। ১৯৬০ সালে মুক্তি পাওয়া উর্দু ছবি ‘নয়া জিন্দেগি’ দিয়ে অভিষেক হয় নায়ক ইলিয়াস জাভেদের। এরপর প্রায় ২ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। নব্বই দশক পর্যন্ত বাংলা সিনেমায় তিনি ছিলেন নিয়মিত। জাভেদের প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু হয়। পরে শুরু করেন অভিনয়। ‘নিশান’ তাঁর অন্যতম জনপ্রিয় সিনেমা।




Archives
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন
Image
আওয়ামী লীগের যারা অপরাধ করেনি, তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের : ফয়জুল করীম
Image
বরিশালের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
Image
পিরোজপুরের কাউখালী-স্বরূপকাঠি সড়কের বেইলি ব্রিজ এখন মরণফাঁদ