Current Bangladesh Time
রবিবার অক্টোবর ৫, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আরেক মামলায় ৪ দিনের রিমান্ডে দীপু মনি 
Saturday August 24, 2024 , 9:03 pm
Print this E-mail this

সাবেক প্রধানমন্ত্রীসহ ১৭৯ জনকে আসামি করে মামলা

আরেক মামলায় ৪ দিনের রিমান্ডে দীপু মনি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রথম দফায় ৪ দিনের রিমান্ড শেষে অপর একটি হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম রিমান্ডের এই আদেশ দেন। গত ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে দীপু মনিকে আটক করা হয়। পরদিন মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনিকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। একইদিনে বাড্ডার ফুজি টাওয়ারে সুমন শিকদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি শেষে বিচারক তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণি রাস্তার ওপর এলোপাতাড়ি গুলি করে সুমন সিকদারকে (৩১) হত্যা করা হয়। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করে একটি মামলা করেন।




Archives
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন
Image
অক্টোবরে আসছে বাম দলগুলোর নতুন জোট
Image
বরিশাল জেলা বিএনপির বিবৃতির বিষয়ে যা বললেন আবু নাসের রহমাতুল্লাহ
Image
সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই-রহমাতুল্লাহ
Image
মা ইলিশ সংরক্ষণে বরিশালে বিশেষ অভিযান শুরু