Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ২ ছাত্রের সঙ্গে শিক্ষিকার ঘনিষ্ঠতার ভিডিও ফাঁস! 
Monday August 20, 2018 , 6:29 pm
Print this E-mail this

দু’জনে মদ্যপান করে শারীরিক সম্পর্কে জড়াতেন তারা

২ ছাত্রের সঙ্গে শিক্ষিকার ঘনিষ্ঠতার ভিডিও ফাঁস!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দুই ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠতা৷ একদিন নয়, দিনের পর দিন একই ঘটনা। অবশেষে প্রকাশ্যে আসল চাঞ্চল্যকর সেই তথ্য। অভিযুক্ত শিক্ষিকার নাম সামান্তা সিওট্টা৷ ইতিমধ্যে অভিযুক্ত সেই শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। সামান্তা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিউমন্টের বাসিন্দা৷ তিনি বিউমন্টের হাইস্কুলের শিক্ষিকা ছিলেন৷ চলতি বছরের জুন মাস থেকে ছাত্রের সঙ্গে ক্রমাগত ঘনিষ্ঠতায় জড়াতেন তিনি৷ তবে সেই ছাত্রটি যাতে সবকিছু ফাঁস না করে দেয় সেই কারণে ক্রমাগত চাপ দিতেন সামান্তা৷ কিছুদিন আগেই একটি ভিডিও ফাঁস করে দেয় এক ছাত্র৷ মদ্যপান করে একেবারে নেশায় বুঁদ ছিল ছাত্রটি৷ আর সেই কারণে ভুল করে ঘনিষ্ঠতার সেই ভিডিওটি তার এক বন্ধুকে পাঠিয়ে ফেলে৷ আর তারপরই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে৷ ভিডিওটিতে সেই শিক্ষিকাকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে৷ এরপরই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করলে ছাত্রটি সমস্ত কিছু স্বীকার করে নেয়৷ প্রসঙ্গত, সেই শিক্ষিকা বিবাহিত এবং দুই সন্তানের মা৷ অতিরিক্ত ক্লাসের নাম করে আলাদা করে নিয়ে যেতেন সেই ছাত্রকে৷ এরপরই দু’জনে মদ্যপান করে শারীরিক সম্পর্কে জড়াতেন তারা৷

সূত্র : বাংলাদেশ প্রতিদিন




Archives
Image
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার
Image
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
Image
বরিশালে র‍্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
Image
১৭ বিয়ের অভিযোগে ডিএফও কবির হোসেন সাময়িক বরখাস্ত
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা