Current Bangladesh Time
শুক্রবার জুন ২০, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সংবাদ সম্মেলন থেকে বের করে দেওয়া হলো নারী সাংবাদিককে, যা বললেন মুফতি ফয়জুল করিম 
Saturday May 3, 2025 , 6:39 pm
Print this E-mail this

অন্য সাংবাদিকেরা তাকে রাখার অনুরোধ জানালেও বলা হয়, নারী সাংবাদিক রাখা যাবে না

সংবাদ সম্মেলন থেকে বের করে দেওয়া হলো নারী সাংবাদিককে, যা বললেন মুফতি ফয়জুল করিম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সংবাদ সম্মেলন থেকে এক নারী সাংবাদিককে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১১টার দিকে বরিশাল প্রেসক্লাবে এ ঘটনা ঘটে। এ সময় যুগান্তরের নারী সাংবাদিক মনিকা চৌধুরীকে সংবাদ সম্মেলন কক্ষ থেকে বের করে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এর আগে গত ১৭ এপ্রিল বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন নিয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হয়। আবেদনের পর থেকেই মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে নগরীতে সাধারণ জনগণের ব্যানারে বিভিন্ন সময় বিক্ষোভ করে দলটির অনুসারীরা। এর প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেন মুফতি ফয়জুল করিম। সম্মেলন কক্ষ থেকে বের করে দেওয়ার বিষয়ে যুগান্তরের নারী সাংবাদিক মনিকা চৌধুরী জানান, তিনি ছবি তুলছিলেন, এ সময় তাকে বের হয়ে যেতে বলা হয়। অন্য সাংবাদিকেরা তাকে রাখার অনুরোধ জানালেও বলা হয়, নারী সাংবাদিক রাখা যাবে না। এ বিষয়ে মুফতি ফয়জুল করিম বলেন, আমি একজন মুসলমান। আমি আমার ধর্ম পুরোপুরি পালন করব। আমার ধর্মমতে সব পালন করার স্বাধীনতা আছে। তবে রাষ্ট্রীয় বিষয়ে আমার সবকিছু করার ক্ষমতা নেই। সেখানে যে আইন আছে তা মেনে চলতে হবে। সংবাদ সম্মেলনে মুফতি ফয়জুল করিম বলেন, আগামী ৫ মে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সংক্রান্ত বিষয়ে আদালতে আবেদনের শুনানি রয়েছে। সেখানে আদালতকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সেজন্য ওইদিন উৎসুক নাগরিকদের রাস্তায় ভিড় না জমানোর অনুরোধ করেন তিনি। আদালতে ন্যায় বিচারের আশা প্রকাশ করে তিনি জানান, চট্টগ্রাম ও ঢাকায় মামলা দায়েরের পর মেয়র ঘোষণা হয়েছে। তা দেখেই মূলত তিনি আবেদন করেছেন। আবেদন করতে দেরি হলেও তামাদী মামলা গ্রহণের এখতিয়ার আদালতের আছে। ২০২৩ সালের ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।




Archives
Image
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
Image
ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত
Image
যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল
Image
সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার
Image
একদিনে আরও ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত, ১৩৮ জনই বরিশালের