Current Bangladesh Time
বুধবার অক্টোবর ১৫, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ম্যাগাজিন ভর্তি গুলি হারালেন বিএমপি’র নায়েক! 
Tuesday January 24, 2023 , 8:17 pm
Print this E-mail this

ওই ম্যাগাজিন ও গুলি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ

ম্যাগাজিন ভর্তি গুলি হারালেন বিএমপি’র নায়েক!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের কার্যালয় থেকে দু‌টি ম‌্যাগজিনসহ ৬০ রাউন্ড গুলি হারিয়ে ফেলেছেন সেখানকার নায়েক মো: মাকসুদুর রহমান। দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে তার সঙ্গে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ওই ম্যাগাজিন ও গুলি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এসব তথ্য নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, খোয়া যাওয়া গুলিগুলো মহানগর পুলিশের রিজার্ভ ফোর্সের। ট্রাফিক অফিসে এসব গুলি রাখা ছিল, সেখান থেকেই খোয়া গেছে। এখনও উদ্ধার হয়নি। তবে তদন্ত চলছে। ট্রাফিক অফিসের একটি দায়িত্বশীল সূত্র মারফত জানা গেছে, ২০২২ সালের শেষ দিকে নগরীর কালীবাড়ি রোডের বিএম স্কুল সংলগ্ন বিএমপি ট্রাফিক জোনের কার্যালয় থেকে ওই দুটি ম্যাগাজিন ও ৬০ রাউন্ড গুলি ‌খোয়া যায়। পুলিশের নায়েক মো: মাকসুদুর রহমান দায়িত্ব পালনের সময় অস্ত্রের সরঞ্জামগুলো হারিয়ে ফেলেন। মহানগরের উপ-পুলিশ কমিশনারের (ট্রাফিক) কার্যালয়টি বিএম স্কুল সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় পরিচালিত হয়। ঘটনাটির পর থেকে ওই কার্যালয়ে প্রবেশ সীমাবদ্ধ। নিরাপত্তা জোরদারে বাড়ানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এসব তথ্য নিশ্চিত করে মহানগরের উপ-পুলিশ কমিশনার এসএম তানভীর আরাফাত বলেন, অস্ত্রের সরঞ্জামগুলো আমাদের নয়, যারা রাতে কার্যালয়ের নিরাপত্তা দেন তাদের। বিষয়টি নিয়ে কোতোয়ালি মডেল থানা কাজ করছে। উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ভালো বলতে পারবেন। বিষয়টি সম্পর্কে বিএমপি  দক্ষিণ জো‌নের উপ-কমিশনার আলী আশারফ ভূঁঞা বলেন, গুলি খোয়া যাওয়ার ঘটনায় তদন্ত চলমান। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।




Archives
Image
রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ড : নিহত ১৬ জনের মধ্যে ৭ জন নারী, ৯ জন পুরুষ
Image
বরিশালে সন্দেহভাজন ভারতীয় নারী আটক
Image
বরিশালে বিশ্ব মান দিবস পালন
Image
বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন
Image
গণভোট জাতীয় নির্বাচনের ‘টেস্ট ম্যাচ’ হিসেবে কাজ করতে পারে: অধ্যক্ষ জহির উদ্দিন