Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বীর মুক্তিযোদ্ধারাই দেশের শ্রেষ্ঠ সন্তান-শাহে আলম 
Tuesday December 25, 2018 , 9:02 pm
Print this E-mail this

র্নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে, জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে

বীর মুক্তিযোদ্ধারাই দেশের শ্রেষ্ঠ সন্তান-শাহে আলম


মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত নৌকার কান্ডারি বানারীপাড়া/উজিরপুর বরিশাল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মোঃ শাহে আলমের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। গতকাল সকাল ১০টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি দেবাশিষ দাসের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বাবু তরুন্দ্র নারায়নের সভাপতিত্বে অন্যানোর মধ্যে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন, বানারীপাড়া উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, বানারীপাড়া মুক্তযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র এবং বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বানারীপাড়া পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, মুক্তিযোদ্ধা কালীন বেইজ কমান্ডার বাবু বানী লাল দাস গুপ্ত, মুক্তিযোদ্ধা হায়দার আলী, মকবুল মল্লিক, শাহজাহান মীর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সম্পাদক রুহুল আমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারাই আমাদের গর্ব আমাদের অহংকার, আপনারাই আমাদের দেশের গর্বিত শ্রেষ্ঠ সন্তান। আপনারা যেমন ১৯৭১ সালে জাতীর জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবন বাজী রেখে পাকহানাদারদের বিরুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন এবং এদেশ স্বাধীন করেছিলেন তেমনিভাবে আজ জাতীর জনকের সুযোগ্য উত্তরসূরি মানবতার মা’ জননেত্রী শেখ হাসিনার ঘোষিত এদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে আর একবার কাজ করতে হবে। তাই আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে কাজ করে বিজয়ী করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে, তাহলেই জাতীর জনকের সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলা প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, অবসর প্রাপ্ত ক্যাপ্টেন আঃ জব্বার, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খলিলুর রহমান চোকদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের বানারীপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম মিলন, আনোয়ার হোসেনসহ বানারীপাড়া উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার পরিজন।




Archives
Image
মহাসড়কে পার্ক : অপসারণের দাবিতে বরিশালে মানববন্ধন
Image
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
Image
অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকবে
Image
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে চিঠি দেবে দুদক
Image
সীমান্তে বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি