এর আগে তিনি রাজবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন
বানারীপাড়া নুতন নির্বাহী কর্মকর্তার যোগদান
মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়া উপজেলায় নুতন নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন শেখ আব্দুল্লাহ সাদীদ। শেখ আব্দুল্লাহ সাদীদ ২৫-০৯-২০১৮ ইং তারিখে যোগদান করেন। এর আগে তিনি রাজবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ আব্দুল্লাহ সাদীদ ৩১তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে ছিলেন এবং প্রথমে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কুমিল্লায় যোগদান করেন। পদোন্নতি হয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রথমে রাজবাড়ীতে যোগদান করেন এবং রাজবাড়ী থেকে বানারীপাড়ায় যোগদান করেন। বানারীপাড়ায় যোগদান করার পর উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মানুষ তাকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করে বরন করে নেন।