Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ১০:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপের ডে-ক্যাম্প 
Monday March 12, 2018 , 7:02 pm
Print this E-mail this

এই প্রথম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ডে-ক্যাম্পের আয়োজন করে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপের ডে-ক্যাম্প


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের ডে-ক্যাম্প ও দীক্ষাগ্রহণ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ৫টি ইউনিটের ৪৮ জন স্কাউট দীক্ষাগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের গ্রুপ-সম্পাদক মার্কেটিং বিভাগের প্রভাষক মো. মহিউদ্দিন সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক এবং বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট লিডার যথাক্রমে ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেন, শেখ হাসিনা হলের প্রভোস্ট সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দিল আফরোজ খানম, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ফাতেমা-তুজ-জোহরা, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সুমনা রাণী সাহা, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন, অর্থনীতি বিভাগের প্রভাষক মার্জিয়া নমি এবং আইটি টেকনিশিয়ান মো. আরহাম সাঈদ সহ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের সকল স্কাউটগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই প্রথম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ডে-ক্যাম্পের আয়োজন করা হয়েছে।




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার