Current Bangladesh Time
সোমবার জুলাই ১৪, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপারসহ নিহত ২ 
Monday June 30, 2025 , 11:09 am
Print this E-mail this

বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপারসহ নিহত ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে উজিরপুরে দাঁড়িয়ে থাকা টাইলসবোঝাই ট্রাকের সঙ্গে আমবোঝাই অপর একটি ট্রাকের সংঘর্ষে পথচারীসহ দু’জন নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) ভোররাতে উজিরপুর উপজেলার পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুল সংলগ্ন এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত পথচারী সবুজ হাওলাদার (৩০) উজিরপুরের শিকারপুর ইউনিয়নের মাদারশী এলাকার বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য মো: দুলাল হাওলাদারের ছেলে। এছাড়া নিহত আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল (২০) কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন বর্গির চর এলাকার রতনের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার রাত ৩টার দিকে পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুল সংলগ্ন মোল্লা বাড়ির সামনের মহাসড়কের পাশে টাইলসবোঝাই ট্রাকটি দাঁড়িয়ে ছিল। তখনই পেছন থেকে আমবোঝাই ট্রাকটি বেপরোয়া গতিতে এসে টাইলসবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল (২০) নিহত হন। পাশাপাশি সবুজ হাওলাদার নামে এক পথচারী গুরুতর আহত হন। আহত অবস্থায় সবুজ হাওলাদারকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সবুজ হাওলাদারের সেখানে মৃত্যু হয়। এদিকে সংঘর্ষের খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উজিরপুর স্টেশনের একটি দল ঘটনাস্থলে এসে আমবোঝাই ট্রাক থেকে হেলপার সোহেলের লাশ উদ্ধার করে। গৌরনদী হাইওয়ে থানার এসআই মো: শরীফ জানান, দুর্ঘটনা কবলিত টাইলসবোঝাই ট্রাকটি ঢাকার মিরপুর থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল অপরদিকে আমবোঝাই ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বরিশালে যাচ্ছিলো। দুর্ঘটনার পর বেঁচে যাওয়া আমবোঝাই ট্রাকের চালক ও টাইলসবোঝাই ট্রাকের চালক এবং হেলপার পালিয়েছে। তবে ট্রাক দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজনের লাশ আমরা ঘটনাস্থল থেকে পেয়েছি, সে সঙ্গে আহত দুই পথচারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, সবুজ হাওলাদারের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, পাশাপাশি বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Archives
Image
বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
Image
আগে সংস্কার তারপর নির্বাচন-পিরোজপুরে নাহিদ ইসলাম
Image
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা : একাই দুই আসনে লড়বেন ফয়জুল করীম
Image
বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
Image
তথ্য ফাঁসের অভিযোগ, বরিশালে ডিবি কনস্টেবল ফারুক ক্লোজড