Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৬:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জিয়া সড়কে অগ্নিকান্ড, দুই লাখ টাকার ক্ষতি 
Thursday December 6, 2018 , 11:16 am
Print this E-mail this

১টি টেইলার্স, ১টি চায়ের দোকান ও ১টি আরএফএল প্লাস্টিক পন্য বিক্রয়ের প্রতিষ্ঠান পুড়ে ছাই

বরিশাল জিয়া সড়কে অগ্নিকান্ড, দুই লাখ টাকার ক্ষতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর জিয়া সড়কে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড। স্থানীয় লোকজন এবং বরিশাল ফায়ার স্টেশনের দুটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার রাত পৌনে ৮টার দিকে জিয়া সড়ক এলাকার সিরাজেরর একটি তুলার গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বরিশাল ফায়ার স্টেশনের ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, বুধবার রাত পৌঁনে ৮টার দিকে জিয়া সড়ক এলাকার একটি তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের তিনটি দোকানেও ছড়িয়ে পড়ে। এতে করে ১টি টেইলার্স, ১টি চায়ের দোকান ও ১টি আরএফএল প্লাস্টিক পন্য বিক্রয়ের প্রতিষ্ঠান পুড়ে যায়। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন, পরে বরিশাল ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে গোডাউনের বেশির ভাগ তুলা পুড়ে গেছে। রাত পৌনে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে কেউ হতাহত হয়নি। তিনি আরো জানান, তুলার গোডাউনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। এতে ২ লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের খবর শুনেই ঘটনাস্থলে ছুটে যান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম, কাউন্সিলর মো:জাহাঙ্গীর হোসেন ও বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা নিরব হোসেন টুটুল।

 




Archives
Image
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার
Image
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
Image
১৭ বিয়ের অভিযোগে ডিএফও কবির হোসেন সাময়িক বরখাস্ত
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার