গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ
বরিশালে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর পলাশপুর এলাকায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করা অভিযোগে কাউনিয়া থানার নবাগত ওসি’র কারিশমায় প্রতিবেশী কিশোরকে ২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গতকাল বৃহস্পতিবার (ডিসেম্বর ১২) রাত আনুমানিক সারে ৮ টার সময় ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত আসামী হলেন, মহানগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুর ৬ নং গুচ্ছগ্রামের বাসিন্দা মো: জসিম রাঁড়ীর ছেলে মো: রিমন রাঁড়ী (১৮)। মামলা সূত্রে, পলাশপুর ৬নং গুচ্ছগ্রাম একই এলাকার বাসিন্দার মেয়ে সপ্তাহ শ্রেণির ছাত্রী ছদ্মনাম আক্তার (১৪) কে তার নিজ বসত ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে রিমন। এসময় মেয়েটি ডাক চিৎকার করলে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জীবন নাশের হুমকি দিয়ে ধর্ষণ করেন। এবিষয়ে কাউনিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল নিশাত বলেন, পলাশপুর এলাকার বাসিন্দার মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে প্রতিবেশী কিশোর ফাঁকা ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাৎক্ষণিক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ভুক্তভোগী স্কুলছাত্রীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য ভর্তি করানো হয় এবং গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।