|
ইসলামীয়া আরবান সমবায় সমিতির কার্যালয়ে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়
বরিশালে গণমাধ্যম কর্মীদের সম্মানে এবায়েদুল হক চাঁনের ইফতার
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : প্রতিবছরের ন্যায় বরিশালের সকল গণমাধ্যম কর্মীদের সম্মানে ব্যক্তিগতভাবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবায়েদুল হক চাঁনের আয়োজনে ইফতার ও দোয়া-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (মার্চ ২৬) সদররোডস্থ হোটেল কিং ফিসারের ৮তম তলায় ইসলামীয়া আরবান সমবায় সমিতির কার্যালয়ে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। ইফতার পার্টি আনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-বরিশাল প্রেসক্লাব সাবেক সভাপতি কাজী আল-মামুন, সাধারণ সম্পাদক এস এম জাকির, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি সভাপতি আনিসুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সাংবাদিক ইউনিয়ন বরিশাল সভাপতি সাইফুর রহমান মিরন, কমল সেন গুপ্ত, গোপাল সরকারসহ বিভিন্ন ইলেক্টনিক্স মিডিয়া, জাতীয় ও স্থানীয় পত্রিকা সম্পাদক এবং জেলা সাংবাদিক ইউনিয়ন ও ফটো সাংবাদিক এসোসিয়েশনের সদস্যরা।
Post Views: ০
|
|