নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এক গৃহবধূ, বিথি একসঙ্গে ৩ সন্তানের মা হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা: জি কে চক্রবর্তী’র নেতৃত্বে একটি টিম সিজারিয়ানের মাধ্যমে গৃহবধূর ৩ নবজাতককে ভূমিষ্ঠ করান। নবজাতকদের মধ্যে একটা ছেলে ও দুটি মেয়ে। ছেলেটির ওজন ২ কেজি ৪শ’ গ্রাম, মেয়েদের একটির ওজন ২ কেজি ৩শ’ গ্রাম ও অন্য একটির ২ কেজি ১শ গ্রাম। ডা: জি কে চক্রবর্তী জানান, ৩ শিশুসহ তাদের মা বর্তমানে সুস্থ আছেন। জানা গেছে, বরিশাল বাবুগঞ্জের বাসিন্দা গৃহবধূ বিথী আক্তার (৩০) স্বাভাবিকভাবে সন্তান ধারণ করতে না পারায় গাইনি বিশেষজ্ঞের পরামর্শে গর্ভধারণ করেন। ১ দিন আগে বিথী হাসপাতালে ভর্তি হন। আলট্রাসনোগ্রামের মাধ্যমে বিথী আগে থেকেই জানতে পারেন তার গর্ভে ৩টি সন্তান রয়েছে। শেষে তারা সিদ্ধান্ত নেন অস্ত্রোপ্রচারের। বিষয়টি জানাজানি হলে শিশুদের দেখতে উৎসুক জনতা হাসপাতালে ভিড় জমায়।