Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৩, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় ডেঙ্গুতে উপজেলা পরিষদ কর্মকর্তার মৃত্যু 
Saturday June 28, 2025 , 7:31 pm
Print this E-mail this

এ নিয়ে বরগুনায় ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২৫ জনের মৃত্যু

বরগুনায় ডেঙ্গুতে উপজেলা পরিষদ কর্মকর্তার মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের চিফ অ্যাসিস্ট্যান্ট (সিএ) সিরাজুম মুনিরা (৩৩)। এ নিয়ে বরগুনায় ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২৫ জনের মৃত্যু হলো। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভাণ্ডারিয়া এলাকায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। সিরাজুম মুনিরা পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের মোহাম্মদ মোজাম্মেল কাজীর মেয়ে এবং সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মনির মিয়ার স্ত্রী। তিনি তিনদিন আগে ডেঙ্গু আক্রান্ত হন। পরে তাঁকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর শুক্রবার রাতে তাঁর প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় শনিবার সকালে বরিশালে রেফার করা হয়। পথেই মৃত্যু হয় তাঁর। বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৭৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৫৭ জন, আমতলীতে ৫, পাথরঘাটায় ২, তালতলীতে ৩ এবং বেতাগীতে ১ জন। বর্তমানে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৩৪ জন। এরমধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১৮৫, আমতলীতে ৮, তালতলীতে ১১, পাথরঘাটায় ৭, বামনায় ১৭ এবং বেতাগীতে ৬ জন চিকিৎসাধীন। ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পাথরঘাটাতেই মারা গেছেন দু’জন। এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা: অপূর্ব বিশ্বাস রাখাল বলেন, শুক্রবার সিরাজুম মুনিরার পরীক্ষায় ৪৫ হাজার প্লাটিলেট পাওয়া যায়। ওই সময় তাঁর শারীরিক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার্ড করা হয়। কিন্তু স্বজনরা তাঁকে নিয়ে যাননি। পরে আবারও তাঁর পরীক্ষা করালে ৩৯ হাজার প্লাটিলেট পাওয়া যায়। এরপর সকালে বরিশাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।




Archives
Image
ফের সমালোচনার মুখে ঢালিউড অভিনেত্রী পরীমনি
Image
বরিশাল-৩ আসনে সেলিমা নাকি জয়নুল আবেদীন, কে পাচ্ছেন ধানের শীষের মনোনয়ন?
Image
বরিশালে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ১
Image
বরিশালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পথে পথে তল্লাশী
Image
ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন