Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ৬, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নদী ভাঙন রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী 
Saturday June 8, 2024 , 7:51 pm
Print this E-mail this

ভৌগলিক অবস্থাগত কারণে বাংলাদেশ দুর্যোগপূর্ণ দেশ, সম্প্রতি ঘূর্ণিঝড়ও হয়েছে

নদী ভাঙন রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল অব: জাহিদ ফারুক শামিম বলেন, ভৌগলিক অবস্থাগত কারণে বাংলাদেশ একটি দুর্যোগপূর্ণ দেশ। অতি সম্প্রতিও ঘূর্ণিঝড় হয়েছে। এর ক্ষয়ক্ষতি মোকালেয় সরকার কাজ করেছে। প্রতিমন্ত্রী বলেন, বরিশাল, ঝালকাঠী, বরগুনা জেলার কীর্তনখোলা-সুগন্ধা-বিষখালী নদী অববাহিকার নদী ভাঙন, বন্যা নিরসনে চলমান সম্ভব্যতা যাচাই একটি যুগন্তকারী উদ্যোগ। এর ফলে ওইসব এলাকা ভাঙন থেকে রক্ষা পাবে। নদী ভাঙন ও বন্যা থেকে রক্ষার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বানীপাড়া, উজিরপুর, মেহেন্দীগঞ্জেও সমীক্ষা চলমান রয়েছে। নদীর তীরে গাছ লাগাতে হবে তাহলে বাধে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে। শনিবার কীর্তনখোলা-সুগন্ধা-বিষখালি নদী অববাহিকার পানি সম্পদ ব্যবস্থপনার নিমিত্ত সম্ভব্যতা সমীক্ষার মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীম, এমপি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নৌ পরিবহন মন্ত্রনালয়ের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করবে। কেননা বিআইডব্লিউটিএ যে খনন করে তা অনেক সময় কাজে আসে না। এসময় আরও উপস্থিত ছিলেন-সংসদ সদস্য রাশেদ খান মেনন, সংসদ সদস্য পংকজ নাথ, সংসদ সদস্য ড. শাম্মী আহমেদ, সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, বিভাগীয় কমিশনার মো: শওকত আলী প্রমূখ।




Archives
Image
বরিশালে অপসোনিনের ৫০০ শ্রমিক চাকরিচ্যুৎ, প্রতিবাদে বিক্ষোভ
Image
ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীরা
Image
বরিশালে বিএনপির লিফলেট বিতরণে মজিবর রহমান সরোয়ার
Image
একসাথে বসে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে : সরোয়ার
Image
যাত্রা শুরু খুলনার আধুনিক কারাগারের : ফুল দিয়ে কয়েদিদের বরণ