Current Bangladesh Time
সোমবার জুন ১৬, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জেলেদের রক্ষায় মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক হবে : ফরিদা আখতার 
Tuesday April 8, 2025 , 8:10 pm
Print this E-mail this

দেশের মোট ইলিশের ৬৫ দশমিক ৮৮ ভাগ উৎপাদন হয় বরিশাল বিভাগে

জেলেদের রক্ষায় মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক হবে : ফরিদা আখতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের মোট ইলিশের ৬৫ দশমিক ৮৮ ভাগ উৎপাদন হয় বরিশাল বিভাগে। আগামী ৩০ জুন পর্যন্ত, জাটকা সংরক্ষণে আমাদের কার্যক্রম চলবে। এই সময়ে জাটকা সংরক্ষণে যে জেলা সফল হবে তাদের স্বীকৃতি দেওয়া হবে। আমরা মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক স্থাপনে ইতিমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছি। এ ব্যাংক বাস্তবায়ন হলে মৎস্যজীবীরা দাদনের হাত থেকে রক্ষা পাবেন। জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু উপলক্ষে আজ মঙ্গলবার বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্কে অনুষ্ঠিত জেলে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন। পরে তিনি জেলেদের নিয়ে কীর্তনখোলা নদীতে একটি বর্ণাঢ্য নৌর‍্যালিতে অংশ নেন। উপদেষ্টা ফরিদা আখতার মৎস্যজীবীদের উদ্দেশে বলেন, ইলিশের মালিক আপনারা। আপনারা নিশ্চয়তা দিলে জাটকা অবশ্যই ইলিশে পরিণত হবে। জাটকা না ধরলে নদীতে জাল ফেললে ইলিশ ভরে উঠবে। সমাবেশে উপদেষ্টার কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশন ও ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নেতারা। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-নিষিদ্ধ বেহেন্দি ও পাইজালসহ অবৈধ জালের উৎপাদন বন্ধ, সর্বাধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র চালু, দ্রুত মৎস্য ব্যাংক স্থাপন এবং বরিশালে মৎস্য অবতরণ কেন্দ্রের দ্রুত আধুনিকায়ন, মৎস্যজীবীদের জন্য বীমা ব্যবস্থা চালু, চাল বিতরণে অনিয়ম রোধ করা। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। স্বাগত বক্তব্য দেন, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক নিপেন্দ্রনাথ বিশ্বাস।




Archives
Image
ডেঙ্গু ও করোনা সচেতনতায় বরিশালে মাঠে নামলো এনসিপি
Image
বরিশালে প্রথমবারের মতো করোনা শনাক্ত
Image
বরিশালে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ
Image
করোনা-ডেঙ্গু : শিক্ষার্থীদের নিয়ে সর্বোচ্চ সতর্ক বরিশাল শিক্ষাবোর্ড
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু