Current Bangladesh Time
সোমবার জুলাই ১৪, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা-ডেঙ্গু : শিক্ষার্থীদের নিয়ে সর্বোচ্চ সতর্ক বরিশাল শিক্ষাবোর্ড 
Sunday June 15, 2025 , 3:31 pm
Print this E-mail this

পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক : শিক্ষা বোর্ড চেয়ারম্যান

করোনা-ডেঙ্গু : শিক্ষার্থীদের নিয়ে সর্বোচ্চ সতর্ক বরিশাল শিক্ষাবোর্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগে প্রতিনিয়ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। অপরদিকে দেশে আবারও দেখা দিয়েছে করোনা মহামারির। এরই মধ্যে সতর্কবার্তাও জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এখনও বরিশাল বিভাগে করোনা পরীক্ষার কিটসহ অন্যান্য উপকরণ না থাকায় আতঙ্কে দিন কাটছে দক্ষিণাঞ্চলবাসীর। এমন অবস্থায় কয়েকদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুরোদমে শিক্ষা কার্যক্রমে ফিরে আসবে এবং আগামী ২৬ জুন থেকে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। বরিশাল শিক্ষা বোর্ডের তথ্য মতে, এমন অবস্থায় একদিকে পাঠদান শুরু অপরদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সবকিছু মাথায় রেখে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ২৪৯টি কলেজের ৬১ হাজার ২৫ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ২৮ হাজার ৭৯৪ জন আর ছাত্রী ৩২ হাজার ২৩১ জন। মোট ১৪৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। যদিও স্বাস্থ্যবিধি মানতে সর্বোচ্চ সতর্ক অবস্থার কথা বলেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: ইউনুস আলী সিদ্দিকী। তিনি বলেন, করোনা আক্রান্তের বর্তমানে যে হার তাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণে বাধার কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। পরীক্ষাকক্ষে আসন বণ্টন করা হবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে সব স্কুল ও কলেজগুলো খোলার সঙ্গে সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান চালাতে নির্দেশনা দেওয়া হবে। কোনো মতেই ডেঙ্গুর বিস্তার হতে দেওয়া যাবে না। ইউনুস আলী সিদ্দিকী বলেন, আগামী ১৮ জুন ভারপ্রাপ্ত কর্মকর্তা সভা হবে। ওই সভাতে করোনা রোধে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি অবহিত করা হবে। তা ছাড়া ১৫ জুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। তখন ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্যবিধির নির্দেশনা ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রচার করা হবে।




Archives
Image
বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
Image
আগে সংস্কার তারপর নির্বাচন-পিরোজপুরে নাহিদ ইসলাম
Image
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা : একাই দুই আসনে লড়বেন ফয়জুল করীম
Image
বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
Image
তথ্য ফাঁসের অভিযোগ, বরিশালে ডিবি কনস্টেবল ফারুক ক্লোজড