Current Bangladesh Time
শুক্রবার ডিসেম্বর ২৬, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এক যুগ ধরে একই শরীরে দুই ভাই! 
Wednesday November 21, 2018 , 1:41 pm
Print this E-mail this

তারা কিন্তু চাইলেই আলাদা হতে পারে, কিন্তু তারা একজন আরেকজনকে ছাড়তে চায় না

এক যুগ ধরে একই শরীরে দুই ভাই!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শরীরের মাঝামাঝি জায়গা থেকে তারা জোড়া লাগানো। মাথা আর পা দুটি হলেও হাত চারখানা। শিবরাম সাহু আর শিবনাথ সাহুর জীবন যেন গল্পের মোড়কে বোনা। আর এইভাবেই তারা কাটিয়ে দিয়েছে ১২ বছর! নিজেদের মতো করেই একসঙ্গে জয় করে চলেছে সব প্রতিবন্ধকতা। তাই আজ যখন চিকিৎসকরা চাইছেন তাদের আলাদা করে দিতে, তারা নারাজ। ‘একজোট’ হয়েই বাকি জীবন কাটাতে চায় অভিন্ন হৃদয় দুই ভাই। ভারতের রায়পুর থেকে একশ কিলোমিটার দূরে বালোদাবাজার লাভান গ্রামে জন্ম তাদের। আর জন্ম থেকেই তারা কোমর থেকে জোড়া লাগানো। তারপর থেকেই গোটা গ্রাম তাদের দেবতা হিসেবে গণ্য করতে থাকে। কিন্তু দিনমজুর বাবা রাজ কুমার ও তাদের মা দুই সন্তানের এই অবস্থা দেখে চিন্তায় পড়ে যান। দিনের পর দিন ছুটতে থাকেন হাসপাতালে। কষ্ট যেন চোখে দেখা যায় না। চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, অত ছোট বয়সে অপারেশন করে তাদের আলাদা করার চেষ্টা হলে তা বিপদ ডেকে আনতে পারে। বছর ১২ বয়স হলে তা হয়ত সম্ভব। তারপর থেকেই শিবরাম আর শিবনাথ ধীরে ধীরে নিজেদের জীবন গড়েছেন নিজেদের মতো করে। একসঙ্গে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কাজই তারা করে একে অন্যের পরিপূরক হয়ে। এই অবস্থাতেই তারা সাইকেল চালিয়ে স্কুলে পর্যন্ত যায়। বাবা রাজকুমার বলেন, সবাই ওদের দেখে মজা পায়। কিন্তু শুধু আমরাই জানি আমার সন্তানদের কত সমস্যায় পড়তে হয়। বৃষ্টির সময় তাদের হাটতে কষ্ট হয়। একজন যখন হাঁটতে চায়, অন্যজন তখন বসে পড়ে। কিন্তু এ নিয়ে দু’ভাই কখনও ঝগড়া করে না। শিবনাথ-শিবরাম কিন্তু পুরোপুরি সুস্থ আছে। তাদের মস্তিস্ক, ফুসফুস, হৃৎপিণ্ড দুটি হলেও পাকস্থলী একটি। তারা কিন্তু চাইলেই আজ আলাদা হতে পারে। কিন্তু তারা একজন আরেকজনকে ছাড়তে চায় না। ছাড়বেও না। আসলে শরীর নয়, এই ১২ বছরে মনটা অনেক বড় হয়ে গেছে তাদের!

সূত্র : ফেইসবুক/বাংলাদেশ প্রতিদিন




Archives
Image
বড়দিনের ছুটিতে বরিশালে দিন-দুপুরে ‘কলমের কন্ঠ’ পত্রিকা অফিস চুরি
Image
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান
Image
৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে কথিত সেই ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার
Image
১৭ বছর পর ঢাকায় পা রাখলেন তারেক রহমান
Image
বরিশালে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বড় দিন