Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অসহায় মানুষের মাঝে করোনার টিকা বন্টনের দাবীতে বরিশালে বাসদ’র মানববন্ধন 
Wednesday February 3, 2021 , 6:05 pm
Print this E-mail this

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রচার সম্পাদক কাজল কুমার দাসের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি পালন

অসহায় মানুষের মাঝে করোনার টিকা বন্টনের দাবীতে বরিশালে বাসদ’র মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের সকল অসহায় সাধারণ মানুষের মাঝে বিনা মূল্যে করোনার টিকা ভ্যাক্সিন নিশ্চিত করা সহ মূমুর্ষ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল সদর হাসাপাতালের চিকিৎসাসেবার মান উন্নত করা ও শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে উচ্চ শিক্ষা চালু করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (৩ ফেব্রয়ারি) বেলা ১২টায় বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিকদল (বাসদ) বরিশাল জেলা শাখা। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রচার সম্পাদক কাজল কুমার দাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের সভাপতি দুলাল মল্লিক, শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক নুরুল হক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা লামিয়া সায়মন ও শন্তু মিত্র। এসময় বক্তারা বলেন, বরিশালে ভ্যাক্সিন নিয়ে বরিশালে কাউকে দূর্নীতি লুঠপাট করতে দেয়া হবে না। অবিলম্বে বিনা মূল্যে অসহায় সাধারণ মানুষদের করোনা টিকা দেয়ার আওতায় আনার দাবী জানান।




Archives
Image
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার
Image
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
Image
১৭ বিয়ের অভিযোগে ডিএফও কবির হোসেন সাময়িক বরখাস্ত
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার