Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ৯:৪৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সেবাপ্রত্যাশীদের মাঝে যেন পুলিশের প্রতি কোন প্রকার অনাস্থা তৈরি না হয়-বিএমপি কমিশনার 
Wednesday September 8, 2021 , 9:20 pm
Print this E-mail this

আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান

সেবাপ্রত্যাশীদের মাঝে যেন পুলিশের প্রতি কোন প্রকার অনাস্থা তৈরি না হয়-বিএমপি কমিশনার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বুধবার (সেপ্টেম্বর ৮) সকাল ১০:৩০-এ বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বিএমপি’র এক মাসিক অপরাধ পর্যালোচনা সভা আগস্ট-২০২১ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সম্মানিত পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার। সভার শুরুতেই সভাপতি বিগত মাসের মাসের খাতওয়ারী অপরাধ চিত্র’র সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক খাতওয়ারী অপরাধ চিত্র, থানায় বিরোধ নিষ্পত্তি ও গুরুত্বপূর্ণ মামলার খাতওয়ারী বিবরণী পর্যালোচনা করা সহ প্রদেয় নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন এবং আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। সভাপতি বলেন, পেশাদারিত্বের সাথে জনসেবা নিশ্চিত করতে জোর তাগিদ সহ থানার প্রতিটি কার্যক্রম সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ, নির্ভেজাল ও কালিমামুক্ত ভাবে সম্পন্ন হচ্ছে কি-না তা মনিটরিং ও তদারকি করতে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে বলেন, ন্যায় বিচার পেতে থানায় আসা সেবাপ্রত্যাশীদের মাঝে যেন পুলিশের প্রতি কোন প্রকার অনাস্থা তৈরি না হতে পারে, সে মর্মে আরও সজাগ ও দক্ষতার সাথে কাজ করতে হবে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এ্যান্ড অপস রাসেলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি প্রলয় চিসিম সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল