Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ৪:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীর ভাটারায় ঘরেই জাল টাকা তৈরির কারখানা! 
Monday July 12, 2021 , 6:34 pm
Print this E-mail this

এক নয় দুই নয়, দীর্ঘ ১০ বছর ধরে রহিম-ফাতেমা এ অপরাধের সঙ্গে যুক্ত

রাজধানীর ভাটারায় ঘরেই জাল টাকা তৈরির কারখানা!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর ভাটারায় জাল নোট তৈরির পর সারা দেশে ছড়িয়ে দিতো রহিম-ফাতেমা দম্পতি। কারখানায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, কোরবানির ঈদ কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছিল চক্রটি। খাটের নিচে বসানো হয়েছে কম্পিউটার। সঙ্গে যুক্ত করা হয়েছে প্রিন্টার। তাতে চাপ দিতেই বেরিয়ে আসছে হাজার ও পাঁচশো টাকার চকচকে নোট। তবে সবই জাল। রাজধানীর ভাটারার নূরের চালা এলাকায় বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করতেন রহিম-ফাতেমা দম্পতি। এক নয় দুই নয়, দীর্ঘ ১০ বছর ধরে তারা এ অপরাধের সঙ্গে যুক্ত। সারা দেশে জাল টাকা ছড়িয়ে দিতে তাদের রয়েছে ডিলার। কোরবানির ঈদ উপলক্ষে কয়েক কোটি টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তাদের। রহিম জানান, ২০১০ সালে ঢাকা আসার পর মানুষের কাছ থেকে কিনে দোকোনে দোকানে টাকা ভাঙানোর কাজ করতাম। কাজটা যখন শিখি, দীর্ঘ ৬ মাস ধরে আমি আলাদাভাবে কাজটা করি। এর আগে আমি যখন দোকানে ভাঙানোর কাজ করতাম সেই সময় দুবার গ্রেপ্তার হয়েছিলাম। রহিমের স্ত্রী জানান, ঘরের কাজের ফাঁকে তাকে কিছুটা সহযোগিতা করেছি।

অভিযান চালিয়ে ৪৩ লাখ জাল টাকা ও টাকা তৈরির উপকরণ জব্দ করার কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, জাল টাকা ৪৩ লাখ উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে টাকা ক্রয় করা জন্য ৩ জন ব্যক্তি এসেছিল। প্রাথমিকভাবে তারা জানায়, ঈদুল আজহা আসছে, তাই জাল টাকা বানানোর কাজ তারা শুরু করে দেয়। এ দম্পতি এর আগেও জাল টাকা তৈরি করতে গিয়ে একাধিকারবার গ্রেপ্তার হয়েছিল। পুলিশ বলছে, এ ধরণের অপরাধীরা যেন সহজে জামিনে বের হতে না পারেন সেজন্য নতুন আইন দরকার। ডিবির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, তাদের অনেক পাইকারবারি ট্রেলর আছে। গরুর হাট বা আলো-আধারির অন্ধকারে যখন কম শিক্ষিত মানুষ কেনাবেচা করে, তাদের মধ্যে তারা ভালো টাকা মন্দ টাকা মিলিয়ে দিতে থাকে। কোরবানি পশুর হাটে নগদ টাকা লেনেদেনে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের।

 




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
আমি নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো : এসএম জাকির হোসেন
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২