Current Bangladesh Time
বুধবার মে ৮, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মরিচ ও হলুদের গুঁড়ায় মেশানো হচ্ছে গোখাদ্য! 
Sunday March 24, 2024 , 8:17 pm
Print this E-mail this

বগুড়ায় মুন্সি হলুদ মিল নামে একটি প্রতিষ্ঠান সিলগালা

মরিচ ও হলুদের গুঁড়ায় মেশানো হচ্ছে গোখাদ্য!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বগুড়ায় মরিচ ও হলুদ গুঁড়ায় রং ও গোখাদ্য মেশানোর অপরাধে মুন্সি হলুদ মিল নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৪ মার্চ) বিকেলে শহরের রাজাবাজারে এক অভিযানে প্রতিষ্ঠানটি সিলগালা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি। অভিযানে ১০ বস্তা পশুর খাদ্য, পাঁচ বস্তা মরিচ গুঁড়া, ছয় বস্তা হলুদ ও পোকামাকড়যুক্ত ১৩ বস্তা শুকনা মরিচ জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি জানান, পবিত্র রমজান  উপলক্ষে বাজার মনিটর করতে শহরের রাজাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিকেল ৩টার দিকে মুন্সি হলুদ মিলে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরি করতে দেখা যায়। এছাড়া তারা গোখাদ্যে রঙ মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া তৈরি করে আসছেন দীর্ঘদিন ধরে। তিনি জানান, গত বছরও মুন্সি হলুদ মিলে অভিযান চালানো হয়েছিল। অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচ গুড়া তৈরি করার অপরাধে জরিমানা ও সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা সতর্ক না হয়ে আবার একই পদ্ধতিতে ভেজাল মসলা তৈরি করছেন। এজন্য প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। তবে অভিযান পরিচালনা করার সময় এ প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা (জেলা পুলিশের টিম) সহযোগিতা করে।




Archives
Image
বরগুনার তালতলীতে তিন চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গণধর্ষণের মামলা
Image
বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম : সিইসি
Image
বরিশালে ভোক্তার অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
উপজেলা নির্বাচন : লাইসেন্সধারীরাও অস্ত্র বহন-প্রদর্শন করতে পারবে না