Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » টানা তাপদাহের পর বরিশালে অবশেষে স্বস্তির বৃষ্টি 
Monday May 6, 2024 , 5:39 pm
Print this E-mail this

বিকেলের বৃষ্টিতে গরমের তীব্রতা কিছুটা কম অনুভূত হচ্ছে

টানা তাপদাহের পর বরিশালে অবশেষে স্বস্তির বৃষ্টি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : টানা তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল বরিশাল নগরীর বাসিন্দারা। সোমবার (মে ৬) বিকেল ৪ টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৪টার দিকে বৃষ্টি রূপ নেয় মাঝারি আকারে। ঝুম বৃষ্টির সঙ্গে বিজলী, বজ্রপাতও হয়েছে। এদিন বিকেল সোয়া তিনটা থেকে নগরীর আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছুক্ষণ পরে থেমে থেমে দমকা হিমেল হাওয়াও বইতে শুরু করে। ঝুম বৃষ্টি শুরু হওয়ার পর নগরবাসীদের মধ্যে প্রশান্তিও দেখা দিয়েছে। অনেক মানুষ রাস্তায় নেমে বৃষ্টির ছোঁয়া নিয়েছেন। অনেকেই নিজ নিজ বাড়ির ছাগে, উঠানে বৃষ্টিতে ভিজেছেন। গরমের কারণে রাস্তায় হাঁটা দায় হয়ে পড়েছিল। মাঝারি আকারের বৃষ্টিতে মন প্রশান্তিতে ভরে গেছে। বৃষ্টিতে গাছে থাকা আম ও কাঁঠালের বেশ উপকার হয়েছে। বেশিরভাগ কৃষি জমির বোরো ধান কেটে ফেলায় এখন ঝড় হলেও বেশিরভাগ কৃষকের দুশ্চিন্তা নেই। অনেক উপজেলার কৃষক সম্ভাব্য ঝড়ের শঙ্কায় ছিলেন গত দুই সপ্তাহ ধরে। গরমের কষ্ট সহ্য করেও কৃষকরা খেতের পাকা ধান কেটে ঘরে তুলেছেন। আর এখন বৃষ্টি সবার জন্যই প্রশান্তির। আবহাওয়া অফিস বলছে, বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড়ও হতে পারে। সোমবারের বিকেলের বৃষ্টিতে গরমের তীব্রতা কিছুটা কম অনুভূত হচ্ছে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস