Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ৭:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের সাবেক মেয়র কামালের স্ত্রী সন্তানদের নামে মামলা 
Monday May 6, 2024 , 10:10 pm
Print this E-mail this

প্রায় সাড়ে ৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে

বরিশালের সাবেক মেয়র কামালের স্ত্রী সন্তানদের নামে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রায় সাড়ে ৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত আহসান হাবিব কামালের স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আবুল কাইয়ুম হাওলাদার বাদী হয়ে মামলাগুলো করেন। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন এ পরিচালক। আসামিরা হলেন-আহসান হাবিব কামালের স্ত্রী হোসনে আরা বেগম, তার ছেলে কামরুল আহসান ও মেয়ে মালিহা সাবরিন। দুদকের সহকারী পরিচালক কাইয়ুম বলেন, তিনটির মধ্যে একটি মামলা হয়েছে হোসনে আরা বেগমের বিরুদ্ধে। এ মামলায় ২ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৭৩৩ টাকা অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে। আরেক মামলায় কামরুলের বিরুদ্ধে ৪ লাখ ১২ হাজার ২১২ টাকার সম্পদের তথ্য গোপনসহ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ১ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ৮৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মালিহা সাবরিনের বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। আবুল কাইয়ুম আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০২২ সালে তাদের সম্পদ বিবরণী নোটিশ দেওয়া হয়েছিল। ওই বছরের জুলাই মাসে সম্পদের হিসাব জমা দেন সাবেক মেয়র কামালের পরিবারের সদস্যরা।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস