Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলার চরফ্যাশন হাসপাতালে শিশুকে ধর্ষণ করতে গিয়ে ধরা খেলো দুই লম্পট 
Sunday August 23, 2020 , 6:18 pm
Print this E-mail this

আটককৃত দুই আসামীকে রবিবার ১২টার সময় আদালতে সোপর্দ করা হয়েছে

ভোলার চরফ্যাশন হাসপাতালে শিশুকে ধর্ষণ করতে গিয়ে ধরা খেলো দুই লম্পট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত বিভাগে রোগীর স্বজনের ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় চরফ্যাশন সদর থানা পুলিশ দুই লম্পটকে আটক করেছেন। পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৫টায় হাসপাতাল সংলগ্ন মেডিনোভা ফার্মিসীর কর্মচারী ও রোগী ধরার দালাল আসলামপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের জামালের ছেলে রিপন (২৮) ও আল-মদিনা ফার্মেসীর কর্মচারী ও রোগী ধরার দালাল চর-আফজাল ১নং ওয়ার্ডের আব্দুল করিমের ছেলে তামিম মিলে হাসপাতালের ৪র্থ তলা থেকে ওই শিশুটিকে জোর পূর্বক মুখ চেপে ৫ম তলার নির্জন স্থানে ফ্লোরে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় ওই শিশুটির ডাক চিৎকারে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে লম্পট দুই জনকে আটক করে। পরে স্থানীয় দুই ফার্মেসির মালিক মঞ্জু ও আব্দুর রবের নেতৃত্বে ৪০ হাজার টাকায় রফাদফা করে দুই জনের একজন ২০ হাজার নিয়ে তামিমকে ছেড়ে দেয়। আর একজনকে আটক রাখে। বিষয়টি স্থানীয় সংবাদকর্মীরা সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডাক্তার শোভন কুমার বসাককে অবগত করেন। এসময় তিনি থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ লম্পট রিপনকে রাত সাড়ে ৮টায় আটক করে থানায় নিয়ে আসে। এবং ২০হাজার টাকায় রফাদফায় ছেড়ে দেওয়া তামিম (২১) কে ধরার জন্য অভিযান চালিয়ে রাত ১১টায় এসআই নাজমুলের নেতৃত্বে ফোর্স নিয়ে তাকে আটক করা হয়। এছাড়াও অর্থ লেনদেনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে রাব্বী (২২) ও তামিমের বড় ভাই নেওয়াজ (২৫) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। এ ঘটনায় ওই শিশুটির খালু ফজলুর রহমান বলেন, ওই শিশুটি বাসা থেকে খাবার নিয়ে চিকিৎসাধীন খালাত বোন শারমিন (২২) কে দেখতে আসে। শনিবার বিকাল সাড়ে ৫টায় এঘটনা ঘটে। আমরা বিষয়টির সঠিক বিচার দাবী করছি। চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া জানান, টিএসও এর অভিযোগের ভিত্তিতে রিপনকে রাত সাড়ে ৮টায় ও তামিমকে ১১টায় আটক করা হয়। রবিবার বেলা সাড়ে ১১টার সময় শিশুটি বাদী হয়ে ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন, যার নং : ১৬। আটককৃত দুই আসামীকে রবিবার ১২টার সময় আদালতে সোপর্দ করা হয়েছে।




Archives
Image
বরিশালে ভোক্তার অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
উপজেলা নির্বাচন : লাইসেন্সধারীরাও অস্ত্র বহন-প্রদর্শন করতে পারবে না
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু