Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ৪:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিএমপি’র ভূমিকা : ডুবে যাওয়া ১২ যাত্রীকে প্রাণে বাঁচালেন এক পুলিশ কর্মকর্তা 
Sunday July 4, 2021 , 9:10 pm
Print this E-mail this

দুটি ট্রলার নিয়ে মাঝ নদীতে ছুটে যাই, সেখান থেকে ৪ শিশু, দুইজন নারী ও ৬ জন পুরুষকে উদ্ধার করি

বিএমপি’র ভূমিকা : ডুবে যাওয়া ১২ যাত্রীকে প্রাণে বাঁচালেন এক পুলিশ কর্মকর্তা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নদী পার হতে গিয়ে ট্রলারসহ ডুবে যাচ্ছিলেন ১২ যাত্রী। তবে নদী তীরে দায়িত্বরত এক পুলিশ সদস্যের সাহসিকতায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন তারা। রোববার (জুলাই ৪) দুপুরে বরিশালের উপকণ্ঠ বেলতলা খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের এএসআই বদরুল ইসলাম না হলে উত্তাল কীর্তনখোলায় যাত্রীদের সলিলসমাধি হতো। দুপুর সাড়ে ১২টার থেকে পৌনে একটার দিকে কাঠের একটি ট্রলারে করে ১২/১৩ জন যাত্রী চরমোনাই খেয়াঘাট থেকে বরিশাল নগরীর পলাশপুরের বেলতলা খেয়াঘাটের উদ্দেশে যাত্রা করেন। নদীর মাঝখানে এসে ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি ডুবে যেতে থাকে। এএসআই বদরুল ইসলাম বলেন, আমি তখন ৩ কনেস্টবলসহ বেলতলা খেয়াঘাট এলাকায় দায়িত্বরত ছিলাম। ট্রলারটি পার হয়ে নদীর এপারে আসতেও দেখছিলাম। হঠাৎ ট্রলারটি ডুবে যাচ্ছে দেখে তাৎক্ষণিক ঘাটে থাকা দুটি ট্রলার নিয়ে মাঝ নদীতে ছুটে যাই। সেখান থেকে ৪ শিশু, দু’জন নারী ও ৬ জন পুরুষকে উদ্ধার করি। যাত্রীরা সকলে সুস্থ থাকলেও প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো: মনজুর রহমান বলেন, এএসআই বদরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছি তার মানবিক এবং সাহসি কাজের জন্য। তাকে পুরস্কৃতও করা হবে। মূলত: পুলিশ সদস্যরা তার মত মানবিক এবং কল্যাণকর কাজ করতেই এভাবেই সর্বদা নিয়োজিত হন।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল