Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘বাংলার মিষ্টি আর বাংলাদেশের ইলিশ’ শিরোনামে ইন্দো-বাংলা প্রেসক্লাব’র অনুষ্ঠান 
Saturday September 17, 2022 , 8:31 pm
Print this E-mail this

প্রত্যেক সদস্যর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের ইলিশ এবং কলকাতার মিষ্টি, রসগোল্লা

‘বাংলার মিষ্টি আর বাংলাদেশের ইলিশ’ শিরোনামে ইন্দো-বাংলা প্রেসক্লাব’র অনুষ্ঠান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মাঝে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তার আগেই উৎসবে মাতল কলকাতায় অবস্থিত ‘ইন্দো-বাংলা প্রেসক্লাব’। শনিবার ‘বাংলার মিষ্টি আর বাংলাদেশের ইলিশ’ শিরোনামে ক্লাবের সদস্যদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রত্যেক সদস্যর হাতে তুলে দেওয়া হয় জগৎখ্যাত বাংলাদেশের রূপালী শস্য ইলিশ এবং কলকাতার ঐতিহ্যশালী মিষ্টি, রসগোল্লা। শারদীয়ার আগে এরকম একটি অনুষ্ঠান হওয়ায় আপ্লুত বাংলাদেশ গণমাধ্যমের ভারতীয় প্রতিনিধিরা। ‘ইন্দো বাংলা প্রেসক্লাব’ এর মুখপাত্র দীপক দেবনাথ বলেন, একে অপরের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। আর কিছুদিন বাদেই কলকাতাবাসী দুর্গোৎসবে মাতবে। আমরা চাই এই উৎসবের দিনগুলি সকলের কাছে আনন্দময় এবং প্রাণবন্ত হয়ে উঠুক। আর সেই লক্ষ্যেই আমাদের এই ছোট প্রয়াস। অনুষ্ঠোনে প্রত্যেক সদস্য নিজেদের মত করে মতবিনিয় করেন। সেখানে উঠে আসে নানা প্রসঙ্গ। কিভাবে বাংলাদেশ – ভারত, বিশেষ করে দুই বাংলার সুসম্পর্ক বজায় থাকে এবং বাংলাদেশী সাংবাদিকরা যদি কলকাতায় সমস্যায় পড়ে তাহলে ইন্দো বাংলা প্রেসক্লাব কিভাবে তাদের পাশে থাকবে। পাশাপাশি বাংলাদেশ গণমাধ্যমের কলকাতা প্রতিনিধি হিসাবে কর্মরত কয়েকজন প্রতিনিধি যারা আজ আমাদের মধ্যে নেই – তাদের পরিবারের পাশে কিভাবে সংগঠন থাকবে, এরসাথে বর্তমান সদ্যেদের কি কি ভাবে সহযোগিতা করা হবে – এরকম নানা প্রসঙ্গ নিয়ে মত বিনিময় হয়। এদিনের মত বিনিময় অনুষ্ঠানে শারদীয়ার উপহার হিসেবে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সরকারের তরফে পাঠানো ইলিশের বিষয়টিও উঠে আসে। সকলেরই একমত বাংলাদেশের ইলিশের স্বাদই আলাদা। কিন্তু ২০১২ সালে বাংলাদেশ সরকারের তরফে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করার ফলে কলকাতার বাজারে ইলিশ আমদানি কার্যত বন্ধ ছিল। ফলে পদ্মার ইলিশের সাধ থেকে বঞ্চিত ছিল ভোজনরসিক বাঙালি। কিন্তু গত চার বছর শারদীয়ার উপহার হিসাবে সীমান্ত পেরিয়ে ইলিশ ঢুকছে এবার বাংলায়। সেক্ষেত্রে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে স্বাগত জানান সকলেই।

 

উল্লেখ্য, গত ১৪ মার্চ কলকাতার মাটিতে আত্মপ্রকাশ ঘটে ‘ইন্দো-বাংলা প্রেসক্লাব’ এর। যদিও আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু করে ২৪ আগস্ট। সেইদিনই বাংলাদেশ গণমাধ্যমের প্রত্যেক কলকাতা প্রতিনিধিরা সদস্য পদ নেয়। ইতিমধ্যেই এই প্রেস ক্লাবের সদস্য হতে উৎসাহের বার্তা এসেছে আসাম, ত্রিপুরা এবং দিল্লি থেকেও। পাশাপাশি সদস্য হতে উৎসাহ দেখাচ্ছে ভারতীয় গণমাধ্যমের প্রতিনিধিরাও। প্রেসক্লাবের নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ও বিদেশী গণমাধ্যমে কর্মরত ভারতীয় প্রতিনিধি (নাগরিক)- তারা পাবেন সাধারন সদস্য পদ এবং যারা বাংলাদেশি এবং বিদেশি নাগরিক – সেসব সাংবাদিকদের দেওয়া হবে সাম্মানিক সদস্যপদ। তবে অবশ্যই সংলিষ্ট গনমাধ্যমের সাথে ন্যূনতম তিন বছর যুক্ত থাকতে হবে। প্রেসক্লাবের মুখপাত্র জানান, অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। তাতে আমারও উৎসাহ বোধ করছি। ভারত এবং বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে সমন্বয় রেখে খুব শীঘ্রই ওয়েবসাইট চালু করা হচ্ছে। যেখানে ক্লাবের কার্যকলাপ, তথ্য এবং কিভাবে সদস্যপদ সংগ্রহ করা যাবে, সে বিষয়ে বাংলা এবং ইংরেজী দুই ভাষাতেই সমস্ত বিবরণ দেওয়া থাকবে। অনুষ্ঠান শেষে একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আগামীর শুভকামনা করেন ইন্দো-বাংলা প্রেসক্লাবের সদস্যরা।




Archives
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু
Image
ভোলার লালমোহন থেকে ৭ বছর বয়সী অপহৃত শিশু উদ্ধার
Image
নির্বাচিত হলে সদর উপজেলার দশটি বিষয়ে আগে গুরুত্ব পাবে – ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন