Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ১১:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাঁধাকপি দিয়ে ডিম ভুনা-খেয়েছেন কি? 
Thursday November 28, 2019 , 10:50 am
Print this E-mail this

বাঁধাকপি দিয়ে ডিম ভুনা-খেয়েছেন কি?


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শীতকালীন সবজিগুলোর মধ্যে বাঁধাকপি অন্যতম। এসময়ে দামে সস্তা ও সহজলভ্য হওয়ায় প্রায়ই বাঁধাকপি খাওয়া হয়। আর ডিমতো প্রতিদিন খেতে হয় আমিষের চাহিদা পূরণ করতে! তবে এই দুটো একসঙ্গে রান্না করে খেয়েছেন কি? তাহলে জেনে নিন বাঁধাকপি দিয়ে ডিম ভুনার রেসিপি :

উপকরণ : সেদ্ধ ডিম ৪ টি, বাঁধাকপি কুচি ৪ কাপ,আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, এলাচ ১ টি, দারুচিনি ১ টুকরা, কাঁচা মরিচ ৭ থেকে ৮টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো।
প্রণালী : প্যানে তেল গরম করে  ডিম লবণ, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে মেখে ভেজে তুলুন। একই তেলে গরম মসলা ও পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার আদা, রসুন বাটা, ধনিয়া, জিরা, হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে নিন। ভালোভাবে কষানো হলে বাঁধাকপি কুচি মিশিয়ে অল্প আঁচে রান্না করুন। মাঝে নেড়ে পানি দিয়ে ঢেকে দিন। বাঁধাকপি সেদ্ধ হয়ে এলে কাঁচা মরিচ, ডিম দিয়ে আরো কিছুক্ষণ রান্না করুন। ঝোল কমে আসলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার বাঁধাকপি দিয়ে ডিম ভুনা।   




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
আমি নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো : এসএম জাকির হোসেন
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২