Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন 
Monday August 8, 2022 , 1:09 pm
Print this E-mail this

আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ, আর্থিক অনুদান ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক প্রদান

বরিশালে মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সোমবার (৮ আগস্ট) সকাল ১০ টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষ বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও রাজনৈতিক জীবনসঙ্গী মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল কর্তৃক আয়োজিত আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ, আর্থিক অনুদান ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পুলিশ কমিশনার বিএমপি মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার। পুলিশ কমিশনার বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীই নন, তিনি বাঙালির মুক্তিসংগ্রামের অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর দৃঢ় চেতনাকে আরো শাণিত করেছিলেন এই মহীয়সী নারী।তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা হত্যাকারীদের নিষ্ঠুর, বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে স্বামী বঙ্গবন্ধুর সঙ্গে তিনিও শাহাদাত বরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন-বিভাগীয় কমিশনার বরিশাল মো: আমিন উল আহসান, ডিআইজি বরিশাল রেঞ্জ এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
আমি নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো : এসএম জাকির হোসেন
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২