Current Bangladesh Time
বুধবার মে ৮, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মসজিদে ইফতারি নিয়ে মুসল্লীদের মধ্যে সংঘর্ষ, ৭জন আহত 
Tuesday May 19, 2020 , 8:18 pm
Print this E-mail this

তাদের বসত ঘরের মালামাল নিজেরাই এলোমেলে করে নাটক সাজিয়েছে

বরিশালে মসজিদে ইফতারি নিয়ে মুসল্লীদের মধ্যে সংঘর্ষ, ৭জন আহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে একটি মসজিদের ভিতরে ইফতারিকে কেন্দ্র করে মুসুল্লীদের মধ্যে কথার কাটাকাটি এক পর্যায় হামলায় উভয় পক্ষে ৭ জন আহতের খবর পাওয়া গেছে। স্থাণীয় মুসুল্লীগন সূত্রে জানাগেছে, গত রবিবার কাজীরহাট থানাধীন লতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উদয়পুর গ্রামে লুৎফননেছা জামে মসজিদে ইফতারি খাওয়া হবে ইফতারির অবশিষ্ট অংশ পড়ে গিয়ে মাদুর নষ্ট হয়ে যাবে বলে উদয়পুর গ্রামের আজিজুল কোতপাল প্রকাশ করলে তার উপর ক্ষেপে যায় একই গ্রামের অপর মুসুল্লী সিফাত হাওলাদার এই নিয়ে তর্ক বাধে। এক পর্যায় সমজিদের ভিতরে চলে হামলা এই সময় আজিজুল কোতপাল ও সিফাত হাওলাদার উভয় রক্তপাতের ঘটনা ঘটে বলে জানায়। আজিজুল কোতপাল জানায়, আমার উপর হামলা চালিয়ে নাজমুল বেপারী, ফেরদাউস বেপারী, হাসান বেপারী, হাবিব বেপারী, মফি বেপারী, সিফাত ও তাজিম আমাদের বসত ঘরে প্রবেশ করে হামলা চালিয়ে বসত ঘরের মালামাল ভাংচুর সহ এলামেলে করে তাদের হামলায় রতন হাওলাদার, স্ত্রী কহিনুর বেগম, দেলোয়োর কোতপাল, অন্তঃসত্বা জান্নাত আহত হয়। রাতেই কাজীরহাট চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছি। অপরদিকে হাবিব বেপারীর নিকট জানতে চাইলে তিনি জানায়, ঘটনার সময় আমি বাড়ি উপস্থিত ছিলাম না। মসজিদের সাথেই প্রতিপক্ষের বসত বাড়ি মসজিদে তর্ক হয়েছে কিন্তু তাদের হামলায় সিফাত ও ফেরদাউসকে রক্তাক্ত করে মসজিদের ভিতরে। আমাদের বাড়ি একটু অনেক দূরত্বে, কি করে হামলা চালিয়েছি আমরা। তাদের বসত ঘরের মালামাল নিজেরাই এলোমেলে করে নাটক সাজিয়েছে। তবে লতা ইউনিয়ন আঃলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খাজা ভাই আমাদের জানিয়েছে আপনারা চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান আমি বিষয়টি সমাধা করে দিব বলে জানায়।




Archives
Image
কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজ ২ দিনের রিমান্ডে
Image
কীর্তনখোলা নদী কিনেছে সামিট বরিশাল পাওয়ার লিমিটেড!
Image
বরগুনার তালতলীতে তিন চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গণধর্ষণের মামলা
Image
বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম : সিইসি
Image
বরিশালের দুই উপজেলায় চলছে ভোটগ্রহণ