Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ৬:০৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে করোনা ইউনিটে টয়লেট থেকে উপচে পড়া পানির সঙ্গে মলমূত্র! 
Wednesday July 14, 2021 , 8:18 pm
Print this E-mail this

বিষয়টি শুনেছি। সমাধানের চেষ্টা করা হচ্ছে-হাসপাতাল পরিচালক ডা: এইচ এম সাইফুল ইসলাম

বরিশালে করোনা ইউনিটে টয়লেট থেকে উপচে পড়া পানির সঙ্গে মলমূত্র!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে টয়লেট থেকে মলমূত্র ছড়িয়ে পড়েছে। এতে ভোগান্তির সৃষ্টি হয়েছে দক্ষিণাঞ্চলের এই হাসপাতালের করোনা ইউনিটে। করোনা ইউনিটের নিচতলার টয়লেট থেকে বুধবার বিকেলের দিকে পানি উপচে ছড়িয়ে পড়ে। চিকিৎসাধীন জনৈক এক রোগীর স্বজন রাকিবুল ইসলাম বলেন, ‘বেলা তিনটার পর থেকেই ইউনিটের নিচতলা পানিতে ভরে যায়। এরপর পানির উৎস খুঁজতে গিয়ে টয়লেটের সামনে যাই এবং দেখতে পাই টয়লেট উপচে পানি পড়ছে।’

ফরহাদ মজুমদার নামে একজন বলেন, ‘টয়লেট থেকে উপচে পড়া পানির সঙ্গে মলমূত্রও আসছে। নিচতলা ভরে গেছে টয়লেটের পানিতে। নার্স-ডাক্তারদের জানিয়েছি, বলেছি এখানে দায়িত্বরত কিছু লোকজনকেও।’ করোনা আক্রান্ত রোগীর স্বজন স্বপ্না বিশ্বাস বলেন, ‘বিকেল ৫টা পর্যন্ত এগুলো পরিষ্কার করতে কেউ আসেনি। কী যে দুর্ভোগ বলে বোঝানো সম্ভব নয়। টয়লেটের পানি মাড়িয়ে বাইরে যেতে হচ্ছে, আবার আসতে হচ্ছে। শুধু আমি নই, এই দুর্ভোগের শিকার এখানে আসা-যাওয়া করা অনেক মানুষ।’ অভিযোগ রয়েছে, গণপূর্ত বিভাগ নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণকাজ করেছে হাসপাতালের পাঁচতলাবিশিষ্ট ভবনটি। যেখানে এখন করোনা ইউনিটটি রয়েছে। টয়লেট বা বাথরুমে ফিটিংসে দেয়া হয়েছে নিম্নমানের স্যানিটারি সামগ্রী। এ কারণে এর আগেও বাথরুম থেকে পানি পড়ে করোনা ইউনিটের তৃতীয়, দ্বিতীয় ও নিচতলার মেঝে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে গণপূর্ত বিভাগ ব‌রিশা‌লের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অ‌লিভার গুডা ব‌লেন, ‘আমার এসও প্রতি‌নিয়ত ওই ভবন ভি‌জিট কর‌ছে। যে সমস‌্যাগু‌লো হ‌চ্ছে, সেগু‌লো আমরা সমাধান ক‌রে দি‌চ্ছি। ত‌বে সেখা‌নে গি‌য়ে দেখা গে‌ছে, টয়‌লেট, বে‌সিংয়ে রোগী ও রোগীর স্বজনরা ময়লা-আবর্জনা ফে‌লে রে‌খে‌ছে। হাসপাতা‌লে প‌রিষ্কার-প‌রিচ্ছ‌ন্নতার লোক নেই। ওভা‌বে ময়লা-আবর্জনা ভ‌রে থাক‌লে এ ধর‌ণের সমস‌্যা যে হ‌বে, সেটা তো স্বাভা‌বিক। আমা‌দের যেটা করার সেটা তো কর‌ছি, প‌রিষ্কার-প‌রিচ্ছ‌ন্নের কাজ তো আম‌া‌দের না।’ বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: এইচ এম সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। সমাধানের চেষ্টা করা হচ্ছে। ১০ বেড দি‌য়ে শুরু হওয়া এই ইউ‌নি‌টের বর্তমান বেড সংখ‌্যা ৩০০। কিছু‌দিন ধ‌রে প্রতি‌দিন গ‌ড়ে তিন শতাধিক রোগী ভ‌র্তি থাকছে এখা‌নে।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
আমি নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো : এসএম জাকির হোসেন
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২