Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ৩:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীতে ফ্লাট বাসায় জানালার গ্রিল কেটে দুধর্ষ চুরি! 
Thursday September 1, 2022 , 7:29 pm
Print this E-mail this

ভুক্তভোগী পরিবারের কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের

বরিশাল নগরীতে ফ্লাট বাসায় জানালার গ্রিল কেটে দুধর্ষ চুরি!


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশাল নগরীর ২০ নং ওয়ার্ডের শংকর মঠ সংলগ্ন গুলবাগ ফ্লাটের নিচ তলার ডান পাশ্বের ফ্লাটের জানালার গ্রীল কেটে দুধর্ষ চুরির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গুলবাগ ফ্লাটের নিচ তলার ডান পাশ্বের ফ্লাটের ভাড়াটিয়া বাসিন্দা মাসুদ মীরের বাসায় গত মঙ্গলবার সকাল আনুমানিক ১০ঃ৪৫- ১২ঃ৪৫ এর মধ্যে চুরির ঘটনা ঘটে। প্রতিদিনের মত মঙ্গলবার সকাল ১০ঃ৪৫ এর দিকে মাসুদ মীরের স্ত্রী লিজা বেগম বাসার সদর দরজা তালাবদ্ধ করে সন্তানকে নিয়ে স্কুলে যায়। পরবর্তীতে লিজা বেগম সন্তানকে নিয়ে দুপুর ১২ঃ৪৫ এর দিকে বাসার দরজার তালা খুলে বাসার ভিতর ঢুকতে গেলে দেখা যায় ভিতর থেকে দরজা দেয়া। এ সময় মাসুদ মিরের স্ত্রী লিজার ডাক চিৎকারে স্থানীয় লোকজন জড় হয়, এবং বিষয়টি মাসুদ মিরকে অবহিত করে। তাৎক্ষণিক মাসুদ মির বাসায় এসে বাসার চারপাশ পর্যালোচনা করতে গিয়ে দেখেন, বাসার পূর্ব পাশ্বের জানালার গ্রীল কাটা। জানালার কাটা গ্রীল দিয়ে বাসায় প্রবেশ করে দরজা খুলে দেখতে পান-বিভিন্ন আসবাবপত্র এলোমেলো এবং স্টীলের আলমারি ভাঙা।স্টীলের আলমারির মধ্যে রাখা নগদ আট লক্ষ টাকা, স্বর্নের হার, হাতের বালা, আংটি, লকেটসহ চেইন, কানপাশা যার আনুমান ওজন ২০ ভরি (যার আনুমান মূল্য ১৫ লক্ষাধিক টাকা) নেই। পরবর্তীতে বাসার মালিকের সিসি টিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় ঐ সময়ের মধ্যে অজ্ঞাতনামা ৩ জন লোক সন্দেহজনকভাবে বাসার সামনে ঘোরাঘুরি করছিল এবং এক পর্যায়ে তারা বাড়দির মেইন গেটের ভিতর ঢুকে কিন্তু পরবর্তীতে তাদের গেট দিয়ে বের হতে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, চোর চক্র চুরিকৃত মালামাল নিয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল