Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রতিটি নাগরিকের তথ্য ও গতিবিধি আর অজানা থাকবে না : বিএমপি’র অতিরিক্ত কমিশনার 
Friday January 7, 2022 , 5:47 pm
Print this E-mail this

ধান্ধাবাজি বদমায়েশি করে আর পার পাওয়ার সুযোগ নেই-প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার

প্রতিটি নাগরিকের তথ্য ও গতিবিধি আর অজানা থাকবে না : বিএমপি’র অতিরিক্ত কমিশনার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শুক্রবার (জানুয়ারি ৭) বরিশাল কাউনিয়া থানা বিএমপি কর্তৃক এক “ওপেন হাউজ ডে ” অনুষ্ঠিত হয়। উক্ত ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম।

এসময়ে তিনি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে অপরাধের গতিবিধি পরিবর্তন হচ্ছে, আমাদেরকেও এসবকিছু মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। অপরাধ দানাবাঁধার আগেই তা প্রতিরোধে করতে হবে, ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ধান্ধাবাজি বদমায়েশি করে আর পার পাওয়ার সুযোগ নেই, কেউ যেন অন্যকারোর বিরক্তের কারণ হতে না হয়। আমরা তথ্য ও প্রযুক্তিগত উৎকর্ষে অনেকটা এগিয়ে আছি, প্রতিটি নাগরিকের তথ্য ও গতিবিধি আর অজানা থাকবে না। এই পরিবেশ, জলবায়ু, সমাজব্যবস্থা যেন অনিরাপদ না হয় সেজন্য সকলকে সোচ্চার হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথি, উপ-পুলিশ কমিশনার বিএমপি উত্তর বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম বলেন, আপনার সন্তান কোথায় যায় কার সাথে মিশে তা নজরদারিতে রেখে স্থানীয়ভাবে, পারিবারিকভাবে সোচ্চার হয়ে আইনমান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তুলুন। অফিসার ইনচার্জ কাউনিয়া থানা বিএমপি মোঃ আব্দুর রহমান মুকুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন-বিএমপি ট্রাফিক ইন্সপেক্টর বিদ্যুৎ চন্দ্র দে, থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
আমি নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো : এসএম জাকির হোসেন
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২