Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে বরিশালে এক শিক্ষার্থী আটক 
Thursday November 18, 2021 , 1:35 pm
Print this E-mail this

গ্রেপ্তারকৃত’র বিরু‌দ্ধে জেলা পু‌লিশের একজন সাব ইন্স‌পেক্টর বাদী হ‌য়ে মামলা দা‌য়ের ক‌রে‌ছেন

পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে বরিশালে এক শিক্ষার্থী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশা‌লে ট্রেইনি রিক্রুট কন্সটেবল নিয়োগ প্রক্রিয়ার লি‌খিত পরীক্ষায় প্রক্সি দি‌তে এসে ব‌রিশাল বিশ্ববিদ‌্যাল‌য়ের এক ছাত্রকে আটক করা হ‌য়ে‌ছে। বুধবার (নভেম্বর ১৭) বি‌কে‌লে নগরীর কা‌লেক্ট‌রেট স্কুল এন্ড ক‌লে‌জে থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ব‌রিশাল কোতয়ালি ম‌ডেল থানার প‌রিদর্শক (তদন্ত) লোকমান হো‌সেন। আটক আবুল খা‌য়ের আরাফাত জু‌য়েল ব‌রিশাল বিশ্ববিদ‌্যাল‌য়ের একাউ‌ন্টিং বিভা‌গের বি‌বিএ শেষ ব‌র্ষের ছাত্র ও ভোলার দৌলতখা‌নের বা‌সিন্দা আবু সাঈ‌দের ছে‌লে। বিশ্ববিদ‌্যাল‌য়ের বঙ্গবন্ধু হ‌লের আবা‌সিক ছাত্র সে। আরাফাত ব‌রিশাল বিশ্ববিদ‌্যালয়স্থ ভোলা জেলা ছাত্র ছাত্রী কল্যাণ প‌রিষ‌দের সভাপ‌তি ও ব‌রিশাল বিশ্ববিদ‌্যাল‌য় ক‌্যা‌রিয়ার ক্লা‌বের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক। লোকমান হো‌সেন জানান, মুক্তিযোদ্ধা কোটার (পুরুষ) প্রার্থী উজিরপু‌রের সাকরাল এলাকার বা‌সিন্দা জীবন হালদা‌রের ছে‌লে সৌরভ হালদারের জন্য প্রক্সি পরীক্ষা দিতে এসে আরাফাত গ্রেপ্তার হয়। এর আগে প্রবেশ পত্র যাচাই ক‌রে হা‌জিরা শী‌টে স্বাক্ষর নেওয়ার সময় স‌ন্দেহ হয় হল প‌রিদর্শকের। সে সময় বি‌ভিন্ন প্রশ্নের উত্তর না দি‌তে পে‌রে সব শে‌ষে সে প্রক্সি দি‌তে এসে‌ছে ব‌লে স্বীকার ক‌রে। ৩০ হাজার টাকা চু‌ক্তি‌তে বিশ্ববিদ‌্যালয় ছাত্র আরাফাত এই পরীক্ষা দি‌তে এসে‌ছে ব‌লে পু‌লিশ‌কে জানায়। এছাড়া মূল পরীক্ষার্থী সৌরভ হালদা‌রের খাতা বা‌তিল করা হ‌য়ে‌ছে। তার ঠাকুরদা হরলাল হালদার মু‌ক্তি‌যোদ্ধা ছি‌লেন, সেই কোটার প্রার্থী ছি‌লেন সৌরভ হালদার। গ্রেপ্তারকৃত’র বিরু‌দ্ধে জেলা পু‌লিশের একজন সাব ইন্স‌পেক্টর বাদী হ‌য়ে মামলা দা‌য়ের ক‌রে‌ছেন।




Archives
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে নবজাতককে ফেলে রেখে মা উধাও
Image
দেশের দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা