Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ৪:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে প্রথম স্ত্রীকে ফিরে পেতে নববধূকে খুন, ঘাতক স্বামী গ্রেফতার! 
Sunday March 8, 2020 , 2:03 pm
Print this E-mail this

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বাবুল

পটুয়াখালীতে প্রথম স্ত্রীকে ফিরে পেতে নববধূকে খুন, ঘাতক স্বামী গ্রেফতার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কলাপাড়ায় বাবুল হাওলাদার (৪০) তার প্রথম স্ত্রীকে ফিরে পেতে নববধূকে হত্যা করেছেন বলে জানা গেছে। চাঞ্চল্যকর গৃহবধূ মোসা. চম্পা আক্তার হত্যা মামলার প্রধান ও পলাতক আসামি স্বামী বাবুল হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার পাবনা জেলার আটঘরিয়া থানার মাছপাড়া গ্রাম থেকে বাবুলকে গ্রেফতার করা হয়। স্ত্রীকে খুনের ৪৩ দিন পর স্বামী বাবুলকে গ্রেফতার করা হয়েছে। পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান শনিবার বিকালে সংবাদ সম্মেলনে জানান, গত ২২ জানুয়ারি কলাপাড়া উপজেলা চাকামাইয়া ইউনিয়নের গামবুনিয়া গ্রামের একটি নির্জন ফসলি জমিতে মাটিচাপা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করে কলাপাড়া থানার পুলিশ। এ সময় পুলিশ অনুসন্ধান চালিয়ে জানতে পারে, বরগুনা জেলার তালতলি থানায় চম্পা নামে ৩২ বছরের একটি নারী নিখোঁজের ঘটনায় ১৪ জানুয়ারি সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি হয়েছে। পরে ওই জিডির সূত্র ধরে পটুয়াখালীর পুলিশ নিখোঁজ হওয়া নারীর পিতা চাঁন মিয়া সিকদারকে খুঁজে আনলে চাঁন মিয়া সিকদার লাশ শনাক্ত করেন। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে চাঁন মিয়া জানান, চলতি বছরের ১২ জানুয়ারি সদ্য বিবাহিতা মেয়ে স্বামী মো: বাবুল হাওলাদারের সঙ্গে তার বাড়ি থেকে স্বামীর বাড়ি কলাপাড়ায় চলে যাওয়ার পর পুনরায় বাড়ি ফেরেননি। নিখোঁজ হওয়ার পর তিনি বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে পাননি। পরে ২২ জানুয়ারি চম্পার পিতা চাঁন মিয়া সিকদার বাদী হয়ে কলাপাড়া থানায় ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ এনে ৫ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। এ দিকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাবুল জানায়, চলতি বছরের পহেলা জানুয়ারি চম্পাকে বিয়ে করেন বাবুল হাওলাদার। মূলত এটা ছিল বাবুলের দ্বিতীয় বিবাহ। চম্পাকে বিবাহের পূর্বে প্রথম স্ত্রী কহিনূরের সঙ্গে পারিবারিক কলহ হলে প্রথম স্ত্রী কহিনূর বাবুলকে রেখে পিত্রালয়ে চলে যায়। এর পরে বাবুল দ্বিতীয় বিবাহ করার সিদ্ধান্ত নেয়। বাবুল দ্বিতীয় বিবাহ করার খবর শুনে প্রথম স্ত্রী কহিনূর পুনরায় বাবুলের কাছে চলে আসার আকুতি করে। এরপর দ্বিতীয় স্ত্রীকে হত্যার পরিকল্পনা নেয় বাবুল। পরিকল্পনানুযায়ী ১২ জানুয়ারি বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে চম্পাকে ওই এলাকার একটি ফসলি জমিতে নামিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে। পরে চম্পার মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় কুকুরের উপস্থিতি দেখা দেয়। মাটিচাপা দেয়ার ১০ দিনের মাথায় স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশ মাটি খুঁড়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে বলে জানায় কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। বাবুলের প্রথম ঘরে একটি সাত বছরের ছেলে রয়েছে। বাবুলকে গ্রেফতারের পর হত্যার কাজে ব্যবহৃত ওই গৃহবধূ চম্পার ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ, বোরকা, শীতের চাদর, পরিধেয় ওড়না ও একটি কোদাল উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বাবুল।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল