Current Bangladesh Time
বুধবার মে ৮, ২০২৪ ১:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » দেশের সকল থানা সাধারণ মানুষের ভরসাস্থল হয়ে উঠেছে : বিএমপি’র অতিঃ কমিশনার 
Tuesday September 7, 2021 , 5:25 pm
Print this E-mail this

সৌহার্দ্য ও সম্প্রীতির উদাহরণ বরিশাল-অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ এনামুল হক

দেশের সকল থানা সাধারণ মানুষের ভরসাস্থল হয়ে উঠেছে : বিএমপি’র অতিঃ কমিশনার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সৌহার্দ্য ও সম্প্রীতির উদাহরণ বরিশাল। এখানকার মানুষ সব সময়ই সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে আসছে। যা দেশের অন্য কোন জেলায় সাধারণত দেখা যায় না। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে তরুন সমাজকে এগিয়ে আসতে হবে। কেননা সুন্দর সমাজ গঠনে দেশের তরুন সমাজ সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। মঙ্গলবার (সেপ্টেম্বর ৭) বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ এনামুল হক।

পবিত্র কোরআনা তেলাওয়াতের মধ্য দিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠানের শুরুতে বিগত মাসে উত্থাপিত বিভিন্ন বিষয়ের অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন, কাউনিয়া পরিদর্শক (অপারেশন) মোঃ লোকমান হোসেন। পরে প্রধান অতিথি আগত অতিথিদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ ও প্রস্তাবনা এবং অভিযোগ শোনেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ এনামুল হক বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণে সবচেয়ে অগ্রনী ভূমিকা রাখতে পারেন তরুন সমাজ। তাছাড়া বর্তমান পুলিশ বাহিনীতে যে সকল অফিসার যোগদান করেন তারা সর্বোচ্চ বিদ্যাপিঠ থেকে ডিগ্রী নিয়ে আসেন। যারা অত্যন্ত দক্ষতার সাথে মানুষের সেবা প্রদান করছে। ফলে পুলিশ সদস্যরা সমাজের নানাবিধ অপরাধ দমনে সর্বদা সচেতন রয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহম্মেদ’র নেতৃত্বে বর্তমানে দেশের সকল থানা সাধারণ মানুষের ভরসাস্থল হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, সমাজের সচেতন নাগরিকদেরকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে হবে। আর সমাজ থেকে মাদক নির্মূল করতে পারলে সমাজের অন্যান্য অপরাধ এমনিতেই কমে যাবে। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিমের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) খলিলুর রহমান, কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ছগির হোসেন। উপস্থিত ছিলেন-বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয়গণ্যমান্য ব্যাক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও থানার সকল সদস্যরা।




Archives
Image
বরিশালে ভোক্তার অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
উপজেলা নির্বাচন : লাইসেন্সধারীরাও অস্ত্র বহন-প্রদর্শন করতে পারবে না
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু