Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ৯, ২০২৪ ৫:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দায়িত্ব নিলেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এ কে এম জাহাঙ্গীর 
Tuesday November 22, 2022 , 6:46 pm
Print this E-mail this

প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি : মেয়র সাদিক

দায়িত্ব নিলেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এ কে এম জাহাঙ্গীর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নির্বাচিত হওয়ার ১ মাস ৪ দিন পর দায়িত্ব নিলেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এ কে এম জাহাঙ্গীর। মঙ্গলবার দুপুরে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং পরিষদের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে দায়িত্ব বুঝে নেন তিনি।

এ উপলক্ষে জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য বাস্তবায়নের জন্য স্থানীয় সরকারের প্রতিটি জনপ্রতিনিধি কাজ করছেন বলে মন্তব্য করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর এবং সদস্যদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মেয়র সাদিক আব্দুল্লাহ আরো বলেন, এদেশে যত উন্নয়ন হয়েছে তা বঙ্গবন্ধু কণ্যা আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই হয়েছে, তিনি প্রধানমন্ত্রী আছেন বলেই দেশে এতো উন্নয়ন হয়। আমরা যারা নৌকার প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছি তাদের মূল লক্ষ্য হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজগুলো তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দায়িত্ব গ্রহণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান। এ সময় জেলা পরিষদের সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত রাখতে নিজে দুর্নীতিমুক্ত থাকার প্রতিশ্রুতি দেন জেলা পরিষদ চেয়ারম্যান। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।




Archives
Image
কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজ ২ দিনের রিমান্ডে
Image
কীর্তনখোলা নদী কিনেছে সামিট বরিশাল পাওয়ার লিমিটেড!
Image
বরগুনার তালতলীতে তিন চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গণধর্ষণের মামলা
Image
বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম : সিইসি
Image
বরিশালের দুই উপজেলায় চলছে ভোটগ্রহণ