Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জেল হত্যা দিবস উপলক্ষে ববিতে আলোচনা সভা 
Thursday November 3, 2022 , 7:49 pm
Print this E-mail this

ববি’র শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভার আয়োজন

জেল হত্যা দিবস উপলক্ষে ববিতে আলোচনা সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জেল হত্যা দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিন। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল কাইউম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন-বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, জাতীয় চার নেতা ছিলেন অত্যন্ত সৎ, সরল, বিশ্বস্ত, বিচক্ষণ ও দুরদর্শি। তিনি তরুণ প্রজন্মসহ সকলকে জাতীয় চার নেতার এইসব গুণাবলি অনুসরণ করার আহ্বান জানান।সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন-গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. বিজন কৃষ্ণ সাহা, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির সদস্য মো: আরিফ হোসেন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক, শেরে বাংলা হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির সদস্য আবু জাফর মিয়া এবং বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু হাচান। শিক্ষক সমিতির সধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




Archives
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে নবজাতককে ফেলে রেখে মা উধাও
Image
দেশের দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা