Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গভীর রাতে করোনা আক্রান্ত গৃহবধূর বাড়িতে অক্সিজেন নিয়ে পিরোজপুর কাউখালী’র ইউএনও 
Tuesday July 27, 2021 , 4:08 pm
Print this E-mail this

এটি সংকট সময়ে আমাদের মানবিক দায়িত্ব বলে মনে করি-মোছাঃ খালেদা খাতুন রেখা

গভীর রাতে করোনা আক্রান্ত গৃহবধূর বাড়িতে অক্সিজেন নিয়ে পিরোজপুর কাউখালী’র ইউএনও


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ খালেদা খাতুন রেখা সোমবার দিনগত রাত ১২টার দিকে অক্সিজেন নিয়ে উপজেলার বাশুড়ি গ্রামের দুই সন্তানের জননী গৃহবধূ সুমী আক্তার (৩৫)’র বাড়িতে উপস্থিত হন। অসুস্থ গৃহবধূ সুমী আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসি মশিউর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানায়, গৃহবধু সুমী আক্তারের স্বামী কর্মসূত্রে সৌদি আরবে আছেন। বাড়িতে এক ছেলে এক মেয়ে নিয়ে সে বসবাস করে। গত কয়েকদিন আগে সে অসুস্থ বোধ করলে পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। সোমবার দিনগত রাতে প্রচণ্ড শ্বাসকস্ট শুরু হয় তার। পরিবারের স্বজনরা অসুস্থ গৃহবধূর সৌদি প্রবাসী স্বামীর কাছে বিষয়টি জানান। স্ত্রীর শ্বাসকস্টের বিষয়টি কাউখালীর প্রবীণ সামাজিক উদ্যোক্তা আব্দুল লতিফ খসরুকে ফোন করে অবহিত করেন। তিনি বিষয়টি কাউখালীর ইউএনও মোছাঃ খালেদা খাতুন রেখাকে জানান। ইউএনও জানতে পেরে সাথে সাথে অক্সিজেন সিলিণ্ডার ও সঙ্গে একজন স্বাস্থ্য সেবিকা নিয়ে উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরের বাঁশুড়ি গ্রামে বিপন্ন গৃহবধূর বাড়িতে উপস্থিত হন। এভাবেই বিপন্ন গৃহবধূ অক্সিজেন মেলে। বিষয়টি নিশ্চিত করে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি ও প্রবীণ সামাজিক উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু বলেন, করোনা আক্রান্ত গৃহবধূর প্রবাসী স্বামীর মাধ্যমে করোনা আক্রান্ত গৃহবধূর শ্বাসকস্টের কথা জানতে পেরে ইউএনও মহোদয়কে অবহিত করি। তিনি মধ্যরাতে নিজেই অক্সিজেন নিয়ে বিপন্ন ওই গৃহবধূর বাড়িতে ছুটে যান। তার এমন জনবান্ধব মহতী কাজের জন্য কৃতজ্ঞতা জানাই। এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা বলেন, করোনা সংকটে আমরা প্রতিটা মানুষই নানা শংকা নিয়ে কাটাচ্ছি। এখন লকডাউনে মানুষ আরো বিপন্ন। যেমন বিপন্ন করোনা আক্রান্ত বিপন্ন দূরগ্রামের ওই গৃহবধূ। সে রাত গভীরে শ্বাসকস্টে ছিলেন। খবর পেয়ে সময় মতোই তাকে অক্সিজেন সরবরাহ করতে পেরেছি। এটি সংকট সময়ে আমাদের মানবিক দায়িত্ব বলে মনে করি।




Archives
Image
বরিশালে ভোক্তার অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু
Image
ভোলার লালমোহন থেকে ৭ বছর বয়সী অপহৃত শিশু উদ্ধার